রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ১২ মে নতুন সরকারের মন্ত্রীদের তালিকা প্রকাশ করেছেন। ইতোমধ্যেই উপপ্রধানমন্ত্রীর সংখ্যা বাড়িয়ে সাতজন করা হয়েছে। আগে এই সংখ্যা ছিল পাঁচজন।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ভিকটর জুবকোভ এবং সাবেক প্রেসিডেন্টের সহকারী আইগর শুভালভ প্রথম উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। সাবেক উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার ঝুকভ,সাবেক প্রথম উপপ্রধানমন্ত্রী সের্গেই আইভানভ, প্রেসিডেন্ট অফিসের সাবেক মহাপরিচালক সের্গেই সোবিয়ানিন,প্রেসিডেন্ট অফিসের সাবেক উপমহাপরিচালক ও প্রেসিডেন্টের সহকারী আইগর সেচিন এবং সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আলেক্সেই কুদ্রিন নতুন সরকারের উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। সোবিয়ানিন একই সঙ্গে প্রেসিডেন্ট অফিসের মহাপরিচালকের দায়িত্ব এবং কুদ্রিন অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
অন্য এক খবরে জানা গেছে, এদিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশ রাশিয়ার নতুন প্রেসিডেন্ট মেদভেদেভ ও নতুন প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দু'পক্ষ দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আশা প্রকাশ করেছেন।
মেদভেদেভের সঙ্গে টেলিফোন আলাপে বুশ বলেছেন, যুক্তরাষ্ট্র জর্জিয়ার আবখাজিয়া এলাকার উত্তেজনাময় পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দেখে। দু'পক্ষ একমত হয় যে, দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। বুশ টেলিফোনে পুতিনের কাজের সাফল্য কামনা করেছেন।(লিলু)
|