v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-12 20:37:40    
চীনের গাড়ি শিল্পপ্রতিষ্ঠানের নিজস্ব মার্কা পেইচিং আন্তর্জাতিক গাড়ি মেলার প্রতিরূপে পরিণত হয়েছে

cri
  ২০০৮ সালের পেইচিং আন্তর্জাতিক গাড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত এ ধরণের মেলা এ নিয়ে দশ বার অনুষ্ঠিত হলো। বিশ্বের বিভিন্ন বহুজাতিক গাড়ি কোম্পানি , খুচরা যন্ত্রাংশ প্রস্তুতকারী শিল্পপ্রতিষ্ঠান এবং চীনের বিখ্যাত গাড়ি শিল্পপ্রতিষ্ঠান তাদের সর্বশেষ পণ্যদ্রব্য ও প্রযুক্তি এই মেলায় প্রদর্শন করেছে। আগের গাড়ি মেলার তুলনায় চীনের গাড়ি শিল্পপ্রতিষ্ঠানের নিজস্ব মার্কা এবার মেলার প্রতিরূপে পরিণত হয়েছে। আজকের অনুষ্ঠানে এ সম্পর্কে আমি ব্যাখ্যা করবো।

  এবারের পেইচিং আন্তর্জাতিক গাড়ি মেলায় চীনের অভ্যন্তরীণ3 গাড়ি শিল্পপ্রতিষ্ঠান প্রায় ৫০টি নিজস্ব মার্কার গাড়ি প্রদর্শন করেছে। এটি স্বকীয় উদ্ভাবনের সামর্থ্যের উন্নতির প্রতীক। যেমন তোংফেং মোটরগাড়ি কোম্পানি প্রথমবারের মত টিউবোচার্জিং প্রযুক্তি ব্যবহারকারী নতুন গাড়ি বাজারে ছেড়েছে। ছেরি মোটরগাড়ি কোম্পানি পাঁচ ধরণের ছোট ডিসপ্লেসমেন্টের গাড়ি প্রদর্শন করেছে। প্রযুক্তি উন্নত করার মাধ্যমে এ পাঁচ ধরণের নতুন গাড়ি নিরাপত্তা ক্ষেত্রে উচুঁ মানদন্ড সম্পন্ন হয়েছে। তাছাড়া, বিয়াড মোটরগাড়ি কোম্পানি ও চিয়াংহুয়াই মোটরগাড়ি কোম্পানিসহ চীনের গাড়ি শিল্পপ্রতিষ্ঠানও স্বকীয় মার্কার নতুন গাড়ি প্রদর্শন করেছে। এ ব্যাপারে চীনের গাড়ি শিল্প সমিতির ভাইস চেয়ারম্যান তোং ইয়াং বলেছেন, (১)

  প্রতিটি কোম্পানি নিজের নিজের মার্কার নতুন গাড়ি প্রদর্শন করেছে। লোকজন ভিন্ন ধরণের গাড়ি চালিয়ে আনন্দ ও প্রফুল্ল বোধ করেন।

  বিশ্ব পরিবেশ সহায়ক এবং শক্তি সাশ্রয়ী ও বর্জ্য পদার্থ নিঃসরণ কমানোর সামাজিক পটভূমিতে চীনের গাড়ি কোম্পানিগুলো দূষণ-বিহীন বা পরিচ্ছন্ন গাড়ি উত্পাদন ওপর গুরুত্ব দেয়। বিশেষভাবে উল্লেখ্য যে, চীনের বেসরকারী মোটরগাড়ি শিল্পপ্রতিষ্ঠান---বিয়াড মোটরগাড়ি কোম্পানি এবারকার গাড়ি মেলায় চীনের প্রথম লৌহ সেল ড্রাইভেন গাড়ি---বিয়াড এফ ছয় প্রদর্শন করেছে। বিয়াড প্রদর্শনীর কর্মী ওয়াং তা ওয়ে আমাদের সংবাদদাতাকে বলেছেন, (২)

  এ গাড়ির সকল কাজে লৌহ সেলের মাধ্যমে বিদ্যুত সরবরাহ করা হয়। সুতরাং গ্যাস নিঃসরণ না করার ক্ষেত্রে গাড়িটি সক্ষম হবে।

  ওয়াং তা ওয়ে আরো বলেছেন, বর্তমান বাজারে পাওয়া সেল বহুবিদ্যুত ব্যবহারকারী গাড়ির চাহিদা মেটাতে পারছে না। তবে লৌহ সেলের বিদ্যুত্ মুক্ত করার সামর্থ্য সাধারণ সেলের তিন থেকে দশ গুণ। তাই বিশেষ করে গাড়ির চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ। এর পাশাপাশি লৌহ সেল ব্যয়-এর ক্ষেত্রেও বেশি সুবিধা এনে দিয়েছে। তাছাড়া লৌহের পরিমাণ বেশি, বিদ্যুত মুক্ত করার পর বিষহীন ও দুষণমুক্ত হয় এবং পুনরায় গ্রহণ করার প্রয়োজন হয় না। এতে বাজারে লৌহ সেল গাড়ির প্রতিদ্বীন্দিতার শক্তি বেশি। বিয়াড গাড়ি কোম্পানি বলেছে, এ নতুন গাড়ি চলতি বছর বাজারে বিক্রয়ের জন্য ছাড়া হবে।

  বিয়াড গাড়ি কোম্পানি ছাড়া, ছেরি গাড়ি কোম্পানিও কয়েক ধরণের পরিবেশ সহায়ক গাড়ি প্রদর্শন করেছে। গিলি হোল্ডিং গ্রুপ নতুন জ্বালানি সম্পদ গাড়ি প্রদর্শন করেছে। চীনের গাড়ি ইঞ্জিনিয়ারীং সমিতির স্থায়ী ভাইস চেয়ারম্যান ফু ইউ উ বলেছেন, কয়েক বছরের উন্নয়নে শক্তি সাশ্রয়ী ও পরিবেশ সহায়ক ক্ষেত্রে চীনের গাড়ি শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি অব্যাহতভাবে উন্নত হচ্ছে। ফু ইউ উ বলেছেন, (৩)

  নতুন জ্বালানি সম্পদ ব্যবহারকারী গাড়ি হচ্ছে বিভিন্ন দেশে গাড়ি শিল্পের অভিন্ন প্রসঙ্গ। এ ক্ষেত্রে চীনের সঙ্গে আন্তর্জাতিক মানের পার্থক্য কম।

  দীর্ঘদিন ধরে চীনের নিজস্ব মার্কার গাড়ি কোম্পানি সাধারণত গাড়ির মাঝারী ও নিম্ন পর্যায়ের বাজারের ওপর নজর দিয়ে আসছে। তবে ২০০৮ সাল পেইচিং আন্তর্জাতিক গাড়ি মেলায় আমাদের সংবাদদাতা জানতে পেরেছেন যে, চীনের বেশি গাড়ি কোম্পানি মাঝারী ও উচ্চ মানের গাড়ি প্রদর্শন করেছে। এর মধ্য দিয়ে দেখা যায়, চীনের অভ্যন্তরীণ গাড়ি কোম্পানিগুলো আমদানি ও যৌথ-মালিকানার গাড়ি কোম্পানির সঙ্গে উচ্চ পর্যায়ের গাড়ি বাজারে প্রতিযোগিতা করতে চায়। যেমন চিয়াংহুয়াই মোটরগাড়ি কোম্পানি প্রদর্শন করেছে "রুই ইং" গাড়ি। ভোক্তারা নিম্ন পর্যায়ের গাড়ির দামের মাধ্যমে মাঝারী পর্যায়ের গাড়ির মান পেতে পারেন। চিয়াং হুয়াই মোটরগাড়ি কোম্পানির বিক্রয় বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা লি চিয়ান হুয়া বলেছেন, (৪)

  মাঝারী পর্যায়ের গাড়ি সকল প্রয়োজনীয় বহিরাকৃতি রুই ইং গাড়িতে খুঁজে বের করা যায়।

  গাড়ি ছাড়া এবারের গাড়ি মেলায় চীনের গাড়ি কোম্পানিগুলো সর্বশেষ গবেষণার খুচরা যন্ত্রাংশের পণ্যদ্রব্যও প্রদর্শন করেছে।

  ভবিষ্যতে চীনের অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তির মান অব্যাহতভাবে জোরদার করার সঙ্গে সঙ্গে চীনের গাড়ি শিল্পের আরো দ্রুত উন্নয়ন হবে।

  সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের ' বিজ্ঞান ও জীবন ' এখানেই শেষ করছি, আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা বিজ্ঞান বিচিত্রা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করবে । আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন । পরবর্তী আসরে আবার কথা হবে।