v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Sunday Apr 6th   2025 
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-12 20:16:08    
চীনে বড় যাত্রীবাহীবিমান গবেষণা বাস্তব পর্যায়ে প্রবেশ

cri
    বড় যাত্রিবাহী বিমান গবেষণা ও নির্মাণ বিষয়ক চীনের বাণিজ্যিকবিমান লিমিডিট কোম্পানি ১১ মে সাংহাই শহরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে । এ থেকে স্পষ্টযে , চীনে বড় যাত্রীবাহী বিমান গবেষণা বাস্তব পর্যায়ে প্রবেশ করেছে । চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও বলেছেন , বড় বিমানের গবেষণা সার্বিক ও বিপুলমাত্রায় চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত মান উন্নীত করবে ।

    গত বছর চীনের রাষ্ট্রীয় পরিষদ আনুষ্ঠানিকভাবে বড় যাত্রীবাহীবিমানের গবেষণা অনুমোদন করে। চীন যে বড় বিমান গবেষণা করবে তার ন্যূনতম যাত্রী ধারণ ক্ষমতা শতাধিক এবং এ ধরণের বিমান বেসামরিক বিমানচলাচল ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্রসহ মাত্রকয়েকটি দেশ এ ধরণের যাত্রিবাহী বিমান তৈরী করতে সক্ষম । পক্ষান্তরে কেবল যুক্তরাষ্ট্রের বোয়িংও ইউরোপের এয়ার-বাস আন্তর্জাতিক বাজার দখল করে আছে ।

    ১১ মে চীনের বাণিজ্যিক বিমান লিমিডিট কোম্পানির প্রতিষ্ঠাঅনুষ্ঠানে চীনের উপপ্রদানমন্ত্রী চাং ত্যচিয়াং বলেছেন ,বিমান পরিবহন ক্ষেত্রে চীনের চাহিদা বেশি এবং এই সুযোগে প্রাসঙ্গিক শিল্পউত্পাদনের উন্নয়ন জোরদার করতে চায় বলে চীন যাত্রীবাহীবিমানের গবেষণা তরান্বিত করছে । তিনি আশা প্রকাশকরে বলেছেন , চীনের বাণিজ্যিক বিমান কোম্পানি প্রযুক্তিগত সমস্যা সমাধানের কাজ জোরদার করবে , যাতে বড় বিমানের গবেষণার গতি নিশ্চিত করা যায় । তিনি বলেন , চীনের বাণিজ্যিকবিমান কোম্পানিকে স্বাতন্ত্র্যে ও নতুন উদ্ভাবনে অটল থাকতে হবে । প্রযুক্তিগত সমস্যা সমাধানের কাজ তরান্বিত করতে হবে । পরিকল্পনা অনুযায়ী গবেষণার গতি নিশ্চিত করতে হবে । পাশাপাশি নতুন কলাকৌশল এবং নতুন উপাদানের মাধ্যমে বড় যাত্রীবাহী বিমানের নিরাপত্তা, নির্ভরতা, আরাম এবং পরিবেশ রক্ষার চাহিদা নিশ্চিত করতে হবে ।

    জানা গেছে , নব গঠিত বাণিজ্যিক বিমান কোম্পানির নিবন্ধিত পুঁজি ১৯ বিলিয়ন ইউয়ান । চীনের রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ তত্তাবধান কমিটি, চীনের বিমান চলাচল শিল্পের প্রথম গ্রুপ কোম্পানি এবং চীনের অ্যালুমিনিয়াম কোম্পানি সহ সাতটি কোম্পানি চীনের বাণিজ্যিকবিমান লিমিডিট কোম্পানিতে অন্তর্ভূক্ত রয়েছে । কোম্পানির চেয়ারম্যান মিঃ চাং ছিংওয়েই মহাশূন্য এবং বিমানচলাচল ক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি। তিনি চীনের মানুষবাহী মহাশূণ্যযান প্রকল্প এবং চাঁদ প্রদক্ষিণ ও গবেষণা প্রকল্পে অংশ নিয়েছিলেন । তিনি বলেন , বড় যাত্রীবাহী বিমান গবেষণার চাহিদা অনুযায়ী আমরা বিমানের ডিজাইন , অবকাঠামো সংযোজন, নির্মাণএবং উড্ডয়নের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণ সাপেক্ষে চার ক্ষেত্রের প্রায় বিশটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিসহকোম্পানির সাম্প্রতিককালের প্রধান কর্মসূচী প্রণয়ন করেছি । প্রাসঙ্গিক পরিকল্পনা অনুযায়ী ২০২০ সাল আগে চীন নিজের তৈরী বড় যাত্রীবাহীবিমানের অধিকারী হবে বলে চীন আশা করে ।

    চীনের বাণিজ্যিক বিমান কোম্পানির মহা ব্যবস্থাপকচিন চুয়াংলুং বলেছেন , বৈদেশিক উন্মুক্তকরণের পর্যায়ে চীন পুরোপুরিভাবে বিশ্বব্যাপী সম্পদ ব্যবহার করে বড় যাত্রীবাহী বিমান গবেষণা করবে এবং আন্তরিকভাবে বিদেশী সহকর্মীদের গবেষণায় অংশ নিতে স্বাগত জানাই । তিনি বলেন , আমাদেরকে অভ্যন্তরের সম্পদ ব্যবহারের কথা বিবেচনা করতে হবে এবং পাশা পাশি উন্মুক্তকরণ নীতির মাধ্যমে সক্রিয়ভাবে আন্তর্জাতিক পর্যায়েসহযোগিতা চালাতে হবে । পরবর্তীকালে বিমান গবেষণার প্রক্রিয়ায়, যাত্রীবাহীও খুচরা যন্ত্রাংশউত্পাদনে বহু বিদেশী ব্যবসায়ী অংশ নেবেন বলে আমি বিশ্বাস করি । এক্ষেত্রে দক্ষ ব্যক্তিদেরকেআমাদের বেসামরিক বিমান চলাচল উন্নয়ন কাজে যোগদানকেআমরা স্বাগত জানাচ্ছি । মিঃ চিন চুয়াংলুং বলেছেন , চীনের বড় যাত্রীবাহীবিমান কবে আকাশে উড়বে তার সঠিক সময়সূচী এখনো নির্ধারিত হয়নি । তিনি বলেন , ভবিষ্যতে চীনের বাণিজ্যিকবিমান কোম্পানি নিজের বড় বিমান তৈরী করলেই তা বোয়িংও এয়ার-বাসের ওপর কোনো হুমকি দেখা দেবে না ।

    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও এ দিন একটি প্রবন্ধে উচ্চ মূল্যায়ন করে বলেন , চীনের বড় বিমান গবেষণা করার গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে । তিনি মনে করেন , বড় বিমানের গবেষণা সার্বিকভাবে ও বিপুলপরিমানে চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত মান উন্নীত করবে ।--চুং শাওলি

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China