v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-12 20:18:12    
সুন্দর মন(ছবি)

cri

    গানের মধ্য দিয়ে জীবন ও শ্রম বন্দনা করা জনসাধারণের অনুভুতি প্রকাশের একটি অনন্য পদ্ধতি। প্রাচীনকাল থেকে আজ অবধি চীনে বহু যুগান্তকারী শ্রমের গান সৃষ্টি হয়েছে। শ্রমের গান চীনের লোকসংগীতের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাত্র ক'দিন আগে ১ মে আন্তর্জাতিক শ্রম দিবস চলে গেল। এই দিবসের স্মরণে আমি আপনাদের জন্য চীনের কয়েকটি শ্রমের গান উপহার দিচ্ছি। আমরা গানের সুরে সুরে শ্রমিকদের মনের কথা শুনবো এবং চীনা শ্রমিকদের জীবনের প্রতি ভালোবাসা ও দৃষ্টিভঙ্গি অনুভব করবো।

    চীনের লোকসংগীতের ইতিহাস অনেক প্রাচীন। প্রথম থেকেই লোকসংগীতের সঙ্গে শ্রমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এর প্রধান বিষয়বস্তুও শ্রম জীবন। চীনের ঐতিহাসিক লোকসংগীতে শ্রমের গান সবচেয়ে সমৃদ্ধ এবং ব্যাপক জনপ্রিয়। এখন আপনারা ইয়ু নান প্রদেশের লোকসংগীত 'অশ্ব চারণের পাহাড়ী গান' শুনছেন। গানে রাখাল-বালকের শ্রম জীবনের কথা বর্ণিত হয়েছে। গানের কথা এমন-'জানুয়ারী মাসে ঘোড়া চরানোর সময়। ঘোড়া চালিয়ে যাত্রা শুরু করি। বড় ঘোড়া আগেই উঠে গেছে পাহাড়ের চূড়ায়। ছোট ঘোড়া এসেছে পেছনে পেছনে। ফেব্রুয়ারী মাসে ঘোড়া নিয়ে গভীর পাহাড়ে যাই। বন্য ঘাস না খেলে ঘোড়ার স্বাস্থ্য ফেরে না। শিশির না থাকলে ঘাসে পাতা গজায় না।'

    চীনের সংখ্যালঘু জাতির লোকসংগীতগুলোর মধ্যে অসংখ্য শ্রম বন্দনার গান রয়েছে। এখন শুনুন কোরীয় জাতির লোকসংগীত 'তাও লা চি'। 'তাও লা চি' হচ্ছে কোরীয়দের পছন্দের এক ধরনের বনজ শাকশবজি। আনন্দময় সুরের উচ্ছ্বাসের মধ্য দিয়ে পরিশ্রমী কোরীয় মেয়েদের কাজের বর্ণনা করা হয়েছে এই গানে।

    বন্ধুরা, এখন শুনুন 'আমাদের শ্রমিকরা শক্তিশালী' নামের গানটি। এই গান ১৯৪৮ সালে রচিত হয়। গানের সুর দিয়েছেন মা কে। গানে চীনা শ্রমিকদের শক্তি ও আবেগ প্রকাশিত হয়েছে।

    গানের কথা এমন-'আমাদের শ্রমিকরা শক্তিশালী। তারা প্রতিদিন উদয়াস্ত ব্যস্ত। তারা তৈরি করেছে উচু ভবন, রেলপথ আর কয়লা খনি। তাদের শ্রমে বদলে গেছে পৃথিবী।'

    ১৯৪৯ সালে চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর শ্রমিকরা দেশের মালিক হয়েছেন। জীবনের প্রতি তাদের ভালোবাসা ও শ্রমের প্রতি তাদের আবেগ সুরকারদের মধ্যে নতুন অনুপ্রেরণা এনে দিয়েছে। সুরকাররা অনেক জনপ্রিয় শ্রমের গান সৃষ্টি করেছেন। এখন আমরা 'আমি স্বদেশের জন্য পেট্রোলিয়াম উত্পাদন করি' নামের গানটি শুনবো। এই গানে পেট্রোলিয়াম শ্রমিকদের শ্রমের প্রশংসা করা হয়েছে।

    গানের কথা এমন-'ছবির মতো সুন্দর নদনদী ও পাহাড়। দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ গড়ার কাজ। আমি গর্বিত, আমি একজন পেট্রোলিয়াম শ্রমিক। মাথায় অ্যালুমিনিয়াম টুপি পরে কাজ করি। বিস্তীর্ণ তৃণভুমিতে তেলের ডেরিক নির্মাণ করি। মাটির নীচ থেকে বেরিয়ে আছে অশোধিত তেল। আমরা দেশের জন্য তেল উত্পাদন করি। কোথায় তেল আর কোথায় আমার বাড়ী।'

    চীনের অর্থনৈতিক বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের জীবনও সমৃদ্ধ হয়েছে। সুরকারদের চিন্তাভাবনাও বিস্তৃত হয়েছে। তারা শ্রমিকদের ওপর বিশেষভাবে মনোযোগী। এখন শুনুন 'সুন্দর মন' নামের গানটি।

   'সুন্দর মন' এই গানের কথা লিখেছেন চেন সুয়ে ফান, সুর দিয়েছেন চিন ফেন হাও। গানে নারী ঝাড়ুদারদের নীরব অবদানের প্রশংসা করা হয়েছে। গানের সুর মনোরম, কথা আবেগপূর্ণ।

    অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে শুনুন 'প্রত্যাশিত চারণভূমি' গানটি। গানের কথা লিখেছেন সিয়াও কুয়াং, সুর করেছেন শি কুয়াং নান। বিংশ শতাব্দির ৮০'র দশকে এই গান রচিত হয়েছে। গানে চীনের গ্রামাঞ্চলের শ্রমের দৃশ্য বর্ণিত হয়েছে।

    গানের কথা এমন-'আমাদের ভবিষ্যত পড়ে আছে প্রত্যাশিত চারণভূমিতে। কৃষকদের ঘামে ধান বড় হয়। পশুপালকদের বাঁশির সুরে গরু ও ছাগল বড় হয়। মানুষ সূর্যালোকে জীবনযাপন করেন। মানুষের শ্রমে আমাদের জীবন বদলে যায়। আমরা বংশপরম্পরায় এই চারণভূমিতে কাজ করি। এই মাটির জন্য অবদান রাখি।' (ইয়ু কুয়াং ইউয়ে)