১২ মে ইসরাইলে প্রকাশিক এক জরীপ থেকে জানা গেছে, ৫৯ শতাংশ ইসরাইলী মনে করে, প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের পদত্যাগ করা অথবা পুলিশ তদন্ত শেষ হওয়ার আগেই তাঁর দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত ।
ইসরাইলের নিউ নিউজ পত্রিকা এবং দাহাফ গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত এ জরীপে ৩০ শতাংশেরও কিছু বেশি ইসরাইলী মনে করে, এহুদ ওলমার্টের প্রধানমন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখা উচিত ।
এ জরীপ থেকে জানা যায় যে, ৬০ শতাংশ ইসরাইলী এহুদ ওলমার্ট ঘুষ গ্রহণ করেন নি এ কথা বিশ্বাস করে না , মাত্র ২২ শতাংশ লোক বিশ্বাস করে তিনি ঘুষ নেন নি । এছাড়া, ৬০ শতাংশ ইসরাইলী মনে করে, বর্তমানে পুলিশ তদন্ত চলাকালে তিনি কূটনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দানকারী ভুমিকা পালন করতে পারেন না ।
(ছাও ইয়ান হুয়া)
|