সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইউ কুয়াং চৌ এক ফোরামে বলেছেন, চীনের ভোক্তা বাজার উন্মুক্ত থাকায় অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিশ্বের জন্যেও সুযোগ এনে দিচ্ছে।
তিনি বলেছেন, বিশ্বে চীনের ভোক্তা বাজার সবচেয়ে দ্রুত বর্ধনশীল। ১৯৭৮ সাল থেকে প্রতি বছর এই বাজারের গড় বৃদ্ধির হার ১৪.৪ শতাংশ, যা বিশ্বের গড় মানের তিন গুণ।
বর্তমানে বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের গতি ধীর। প্রধান প্রধান উন্নত দেশের পণ্যভোগ উন্নয়নের হার এখন পড়তির দিকে। তবে চীনের ভোক্তা বাজার সক্রিয়। এটি বিভিন্ন দেশকে চীনে পণ্যদ্রব্য রপ্তানির সুযোগ করে দিচ্ছে।
তিনি আরো বলেন, বর্তমানে চীনে বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৬০ হাজারেরও বেশি।(লিলু)
|