চীনের ইয়াংচি নদীর তিন গিরিখাত প্রকল্প উন্নয়ন কোম্পানির সংযোগ ব্যবস্থাপনা বিভাগ ১২ মে জানিয়েছে, তিন গিরিখাত প্রকল্পের নির্মাণ ও উত্পাদন স্বাভাবিকভাবে চলছে। সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়েন জেলায় সংঘটিত ভূমিকম্প তিন গিরিখাত প্রকল্পের ওপর কোন নেতিবাচক প্রভাব ফেলে নি।
পেইচিং সময় ১২ মে দুপুর ২টা ২৮মিনিটে সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়েন জেলায় রিখটার স্কেলের ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। হুপেই প্রদেশের ইছাং শহরে স্পষ্টভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় অফিস ভবনগুলো নড়ে ওঠে। অনেক শহরবাসী রাস্তায় নেমে আসেন।
তিন গিরিখাত প্রকল্প উন্নয়ন কোম্পানির সংযোগ ব্যবস্থাপনা বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বর্তমান অবস্থা দেখে, এটা স্পষ্ট যে ভূমিকম্প তিন গিরিখাত বাঁধের ওপর তেমন প্রভাব ফেলে নি। (ইয়ু কুয়াং ইউয়ে)
|