১২ মে দক্ষিণ চীনের ফুচিয়ান প্রদেশের ছুয়ান চৌ ও সিয়া মেন নগরে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর সুষ্ঠুভাবে শেষ হয়েছে।
১২ মে ছিল ফু চিয়ান প্রদেশে অলিম্পিক মশাল হস্তান্তরের দ্বিতীয় দিন। সকাল আটটা বিশ মিনিটে অলিম্পিক মশাল হস্তান্তর ছুয়ান চৌ নগরে শুরু হয়। ছুয়ান চৌ নগর হল তাইওয়ান স্বদেশবাসীর প্রধান জন্ম স্থান। ছুয়ান চৌ নগরের ক্রীড়া ব্যুরোর উপমহাপরিচালক ওয়াং চিয়া শেং সেখানে প্রথম মশালবাহক ছিলেন।
দুপুর ২টা থেকে অলিম্পিক মশাল হস্তান্তর ফু চিয়ান প্রদেশের দ্বিতীয় বৃহত্তম নগর---সিয়া মেনে শুরু হয় এবং বিকাল পাঁচটায় গন্তব্যস্থান---সিয়া মেন নগরের ক্রীড়া কেন্দ্রে পৌঁছে।(লিলু)
|