চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চিয়ে ছি ১২ মে পেইচিং সফররত মার্কিন উপপররাষ্ট্র মন্ত্রী জন নেগ্রোপন্টের সঙ্গে সাক্ষাত্কালে বলেন, যুক্তরাষ্ট্র তাইওয়ান এবং তিব্বতসহ র্স্পকাতর সমস্যা সুষ্ঠুভাবে সমাধান করবে বলে তিনি আশাবাদী। এতে চীন ও যুক্তরাষ্ট্রের গঠনমূলক সহযোগিতার সম্পর্কে অবিরাম উন্নয়ন এগিয়ে নেয়া সহজ হবে।
যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে কৌশলগত উচ্চ পর্যায় ও সুদূরপ্রমারী দৃষ্টিকোপ থেকে দু'দেশের সম্পর্কের উন্নয়নের প্রধান ধারা বজায় রাখবে বলে ইয়াং চিয়ে ছিং আশাবাদ ব্যক্ত করেন। এতে অব্যাহতভাবে দু'দেশের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্যগুলো বাস্তবায়ন, সংলাপ ও আদান-প্রদান জোরদার এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতা তরান্বিত করা যাবে।
নেগ্রোপন্টে আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের আদান-প্রদানের গতিধারা বজায় রাখবে , বিভিন্ন ক্ষেত্রের সংলাপ ব্যবস্থা জোরদার করবে এবং পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা তরান্বিত করবে । তিনি বলেন, যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে একচীন নীতিতে অবচিল থাকবে এবং দু'পক্ষের তিনটি যৌথ ইস্তাহার মেনে চলবে।যুক্তরাষ্ট্র মনে করে যে, তিব্বত হচ্ছে চীনের ভূ-ভাগের একটি অংশ । যুক্তরাষ্ট্রের এ অবস্থান খুবই দৃঢ়। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া অব্যাহতভাবে ত্বরান্বিত করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র পেইচিং অলিম্পিক গেমসের সফল আয়োজন কামনা করে।
এদিন চীনের উপপররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই নেগ্রোপন্টের সঙ্গে বৈঠক করেছেন। ওয়াং ই সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সাম্প্রতিক যোগাযোগ ও পরামর্শ মূল্যায়ন করেন। ছ'পক্ষীয় বৈঠককে অব্যাহতভাবে এগিয়ে নেয়া এবং বৈঠকের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচী সার্বিকভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়াকে একটি বাস্তব দৃষ্টিভংগী গ্রহণের ব্যাপারে ওয়াং ই আশাবাদ প্রকাশ করেন। নেগ্রোপন্টে বলেন, কোরিয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্তকরণের লক্ষ্য বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র যথাসাধ্য প্রচেষ্টা চালাতে আগ্রহী। --ওয়াং হাইমান
|