চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চিয়ে ছি ১২ মে পেইচিং সফররত মার্কিন উপপররাষ্ট্র মন্ত্রী জন নেগ্রোপন্টের সঙ্গে সাক্ষাত্কালে বলেন, যুক্তরাষ্ট্র তাইওয়ান এবং তিব্বত সমস্যা সুষ্ঠুভাবে সমাধান করবে বলে তিনি আশাবাদী। এতে চীন ও যুক্তরাষ্ট্রের গঠনমূলক সহযোগিতার সম্পর্কে অবিরাম উন্নয়ন এগিয়ে নেয়া সহজ হবে।
যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে কৌশলগত উচ্চ পর্যায় থেকে দু'দেশের সম্পর্কের উন্নয়নের ধারা বজায় রাখবে বলে ইয়াং চিয়ে ছিং আশাবাদ ব্যক্ত করেন। এতে অব্যাহতভাবে দু'দেশের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্যগুলো বাস্তবায়ন, সংলাপ ও আদান-প্রদান জোরদার এবং পারস্পরিক সহযোগিতা তরান্বিত করা যাবে।
নেগ্রোপন্টে আশাবাদ প্রকাশ করেন, চীন উচ্চ পর্যায়ের আদান-প্রদানের গতিধারা বজায় রাখবে , বিভিন্ন ক্ষেত্রের সংলাপ ব্যবস্থা জোরদার করবে এবং পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা তরান্বিত করবে বলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে একচীন নীতিতে অবচিল থাকবে এবং দু'পক্ষের তিনটি যৌথ প্রস্তাব মেনে চলবে। তিব্বত হচ্ছে চীনের ভূ-ভাগের একটি অংশ , যুক্তরাষ্ট্রের এ অবস্থানখুবই দৃঢ়। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া অব্যাহতভাবে ত্বরান্বিত করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র পেইচিং অলিম্পিক গেমসের সফল আয়োজন কামনা করে।--ওয়াং হাইমান
|