পেইচিং বাগান ও সবুজায়ন ব্যুরোর আন্তর্জাতিক প্রকল্প বিভাগের পরিচালক ওয়াং সিয়াও পিং বলেছেন , ৭ বছর আগে চীন সাফল্যের সংগে পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের যোগ্যতা লাভ করে । তখন থেকে পেইচিংয়ের সবুজায়নের হার দ্রুত বেড়েই চলেছে ।
জানা গেছে , ২০০৭ সালের শেষ নাগাদ পেইচিংয়ের শহরাঞ্চলে সবুজায়নের হার ৪৩ শতাংশে দাঁড়িয়েছে , মাথাপিছু সবুজীকৃত ভূমির আয়তন ৪৮ বর্গমিটার এবং মাথাপিছু গণ সবুজায়নের আয়তন ১২.৬ বর্গমিটারে দাঁড়িয়েছে । এভাবে চীন বিশ্বের কাছে তার প্রতিশ্রুতি রক্ষা করেছে ।
ওয়াং সিয়াও পিং বলেন , ২০০১ সালের পর চীন সমান্তরালভাবে পেইচিং ও থিয়ান চিনের ধুলিঝড়ের উত্পত্তিস্থল সংস্কার , উত্তর চীন , উত্তর-পূর্ব চীন ও উত্তর-পশ্চিম চীন বনানী-বলয় ও থাই হাং পাহাড়ের সবুজায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প নির্মাণের কাজ দ্রুততর করেছে । এসব ব্যবস্থা পেইচিংয়ের বায়ুর মানোন্নয়ন ও প্রাকৃতিক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ।
|