১২ মে চীনের পিপলস ডেইলীতে এক ভাষ্যে বলা হয় , চীন বিশ্বের কাছে তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে সুন্দরভাবে পেইচিং অলিম্পিক গেমস আয়োজন করবে ।
ভাষ্যে আরো বলা হয় , ৭ বছর আগে পেইচিং ২৯তম অলিম্পিক গেমস আয়োজনের যোগ্যতা অর্জন করে । আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশার মুখে চীন ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসকে একটি অবিস্মরণীয় মহা প্রীতি সম্মেলনে পরিণত করার প্রতিশ্রুতি দেয় । অলিম্পিক গেমসের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে পেইচিং একটি সন্তোষজনক উত্তরপত্র দাখিল করেছে । এখন অলিম্পিক গেমসের স্টেডিয়ামগুলোর নির্মাণ কাজ প্রায় শেষ এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে । পেইচিংয়ের বায়ুর মানসম্মত দিনের সংখ্যা বেড়েই চলেছে এবং নির্দিষ্ট এক বছর আগে সবুজায়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হয়েছে ।
ভাষ্যে বলা হয় , চীন পেইচিং অলিম্পিক গেমসের এ ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে চীনকে স্বচ্ছল জীবনযাত্রার ও সুন্দর পরিবেশসমৃদ্ধ দেশে পরিণত করবে ।
|