সিনহুয়া বার্তা সংস্থার এক খবরে জানা গেছে, সম্প্রতি চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ছেন চিয়ান পেইচিং-এ অনুষ্ঠিত চতুর্থ পূর্ব এশিয়া পুঁজি বিনিয়োগ ফোরামে বলেছেন, এ বছরের প্রথম ৩ মাসে চীন ১ হাজার ৯শ' ৩০ কোটি মার্কিন ডলারের সরাসরি বৈদেশিক পুঁজি বিনিয়োগ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ৩ গুণেরও বেশি হয়েছে।
তিনি বলেন, ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত সরাসরি বৈদেশিক পুঁজি বিনিয়োগের দিক থেকে বিশ্বে চীনের অবস্থান ২৬তম থেকে ১৩তম হয়েছে। অন্য দিকে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে চীনের স্থান প্রথম।
বৈদেশিক পুঁজি আমদানী ক্ষেত্রে ২০০৭ সাল পর্যন্ত চীন গত ১৫ বছর ধরে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শীর্ষ রয়েছে। বৈদেশিক পুঁজি ব্যবহারের ক্ষেত্রে ও মানের যথেষ্ট উন্নতি হয়েছে।
(খোং)
|