সিনহুয়া বার্তা সংস্থার এক খবরে জানা গেছে, ১১ মে কায়রোয় অনুষ্ঠিত আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী জরুরী সম্মেলন শেষে এক বিবৃতিতে লেবাননের সংঘর্ষরত বিভিন্ন পক্ষকে যুদ্ধ বিরতিতে পৌঁছানো এবং সকল সহিংসতা বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, লেবাননের বর্তমান উদ্বেগজনক পরিস্থতির পরিপ্রেক্ষিতে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা লেবাননে সংঘর্ষরত বিভিন্ন পক্ষকে অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানান, যাতে লেবাননের স্থিতিশীল পরিস্থিতি সুনিশ্চিত করা যায়।
মিসর ও সৌদী আরবের অনুরোধে, কীভাবে লেবাননের বর্তমান সংকট সমাধান করা যায়, সে লক্ষ্যে এ দিন আরব লীগের পরিষদ পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী সম্মেলনের আয়োজন করে।
(খোং)
|