১১ মে বিকাল সাড়ে ছয়টায় ফুচিয়ান প্রদেশের রাজধানী ফুচৌ শহরে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ হয়েছে।
ফুচিয়ান প্রদেশ ফুচৌ শহরের মশাল হস্তান্তরের নাম দেয় 'সাংস্কৃতিক যাত্রা'। এর দৈর্ঘ্য ছিল ২৮.৬ কিলোমিটার। ২০৮ জন মশাল বাহক মশাল হস্তান্তরে অংশ নেন। ফুচৌ শহরের প্রথম মশাল বাহক ছিলেন চীনের সাবেক জাতীয় ভলিবল দলের খেলোয়াড় চাং মেই চু। তিনি অলিম্পিক চ্যাম্পিয়ন ভলিবল দলের সদস্য ছিলেন। ষষ্ঠ মশাল বাহক ছিলেন ৯৪ বছর বয়সী বৃদ্ধ ও ছুন লেই। তিনি হচ্ছেন ২০০৮ পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তরের সবচেয়ে বয়স্ক মশাল বাহক।
ফুচৌ হচ্ছে ফুচিয়ান প্রদেশের রাজধানী এবং বিখ্যাত প্রবাসী অঞ্চল। ইতিহাসে ফুচৌ শহর ছিলো দক্ষিণ-পূর্ব চীনের উপকূলবর্তী অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর ও প্রাচীন সামুদ্রিক রেশম পথের গুরুত্বপূর্ণ দরজা। (ইয়ু কুয়াং ইউয়ে)
|