১১ মে শ্রীলংকার নির্বাচন কমিশন বলেছে, ১০ মে এলটিটিই নিয়ন্ত্রিত ইস্টার্ন প্রদেশে আয়োজিত স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স বিজয়ী হয়েছে ।
নির্বাচন কমিশন প্রকাশিক নির্বাচনী ফলাফল থেকে জানা গেছে, এলটিটিই নিয়ন্ত্রিত ইস্টার্ন প্রদেশের নির্বাচনে ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স প্রাদেশিক পরিষদের ৩৭টি আসনের মধ্যে ২০টিতে জিতেছে । শ্রীলংকার বৃহত্তম বিরোধি দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি ১৫টি আসন পেয়েছে এবং বামপন্থী দল পিপলস লিবারেশন ফ্রন্ট আর এলটিটিই পৃথক পৃথকভাবে ১টি করে আসন পেয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|