চীনের শতাধিক বিখ্যাত শিল্পী ১১ মে পেইচিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। এই চিঠিতে তাদেরকে পেইচিং অলিম্পিক গেমসের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কর্মসূচীতে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
খোলা চিঠিতে বলা হয়েছে, অলিম্পিক গেমস চলাকালে পেইচিং গীতিনাট্য, ব্যালে নৃত্য, আধুনিক নৃত্য, অপেরা, বিষয়গত সাংস্কৃতিক উত্তরাধিকার প্রদর্শনী, আধুনিক শিল্পকলা প্রদর্শনীসহ নানা পদ্ধতিতে বিশ্বের কাছে চীনের আধুনিক শিল্পকলা ও চীনা জাতির বনার্ঢ্য ঐতিহ্যিক সংস্কৃতি তুলে ধরা হবে। বিশ্বের পাঁচটি মহাদেশ থেকে আসা ৩০ হাজারেরও বেশি শিল্পী পেইচিংয়ে বিভিন্ন জাতি ও অঞ্চলের সাংস্কৃতিক প্রথা প্রত্যক্ষ করবেন।
চিঠিতে আরো বলা হয়েছে, পেইচিং অলিম্পিক গেমস সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কর্মসূচীর মাধ্যমে চীন বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের জন্য পারস্পরিক সমঝোতা বৃদ্ধির সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে তুলবে এবং 'এক বিশ্ব, এক স্বপ্ন' অলিম্পিক শ্লোগানের শুভেচ্ছা পৌঁছে দেবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|