১১ মে বিশ্ব ব্যাংকের নবনিযুক্ত মুখ্য অর্থনীতিবিদ , চীনের বিখ্যাত অর্থনীতিবিদ লিন ই ফু বলেছেন, পেইচিং অলিম্পিক গেমসের পর চীনের অর্থনীতি মন্দাবস্থায় পড়বে না ।
আগে অলিম্পিক গেমসের আয়োজক কয়েকটি দেশ অলিম্পিকের পর অর্থনৈতিক মন্দায় পড়েছিল বলে কেউ কেউ মনে করে, পেইচিং অলিম্পিক গেমস শেষ হওয়ার পর চীনেও অবকাঠামো পুঁজি বিনিয়োগ স্থগিত হয়ে যাবে এবং সে সময় চীনের অর্থনীতি মন্দাবস্থায় পড়তে পারে ।
এ ধারণার বিরোধিতা করে লিন ই ফু ২০০৮ সালে পূর্ব এশিয়ার পুঁজি বিনিয়োগ ফোরামে বলেছেন, চীনের অর্থনীতির স্কেল বড় , অলিম্পিক গেমস সংশ্লিষ্ট অবকাঠামো পুঁজি বিনিয়োগ চীনের অর্থনীতির একটি ছোট অংশ ফলে এটি চীনের অর্থনীতির ওপর যথেষ্ট প্রভাব ফেলবে না । অন্যদিকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে চীনের অবকাঠামোর পুঁজি বিনিয়োগে উন্নয়নের বিরাট অবকাশ রয়েছে এবং সংশ্লিষ্ট শিল্পও উন্নত হচ্ছে। এসব উপাদান অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে ।
(ছাও ইয়ান হুয়া)
|