১০ মে সন্ধ্যায় সুদান সরকার জানিয়েছে, সরকারি বাহিনী রাজধানী খার্তুমের ওপর দারফুরের সরকার বিরোধী গ্রুপের হামলা প্রতিহত করে দিয়েছে এবং এই বেশ কয়েকজন সদস্যকে হত্যা ও আটক করেছে।
এ দিন বিকালে সুদানের দারফুরের সরকার বিরোধী গ্রুপ 'জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্ট'-এর কিছু সংখ্যক সদস্য উত্তর-পশ্চিম খারতুমের ওমদুরমান অঞ্চলে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ হয়। সন্ধ্যায় সুদানের পুলিশ জানায়, এবারের হামলা পরিচালনাকারী কমান্ডারসহ বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তি নিহত এবং অনেকে আটক হয়েছে।
১০ মে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও মার্কিন পররাষ্ট্র দপ্তর পৃথক পৃথক বিবৃতিতে সুদানের সরকার বিরোধী গ্রুপের হামলার তীব্র নিন্দা করেছেন এবং এই সংস্থাকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ উপায়ে বিবাদ নিরসন করার আহ্বান জানানো হয়েছে।
খোং চিয়া চিয়া
|