আফগানিস্তানের তথ্য মাধ্যমের ১০ মে'র খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, পূর্ব আফগানিস্তানের নাংগারহার প্রদেশের হাজার হাজার মানুষ এ দিন মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী কর্তৃক স্থানীয় ৩জন বেসামরিক নাগরিক হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে।
জানা গেছে, বিক্ষোভকারীরা রাজধানী কাবুল ও পাকিস্তানের সঙ্গে সংযোগকারী একটি প্রধান রাজপথে পাথর দিয়ে ব্যারিকেড দেওয়ার চেষ্টা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় কমপক্ষে একজন বিক্ষোভকারী নিহত হয়। পরে বিক্ষোভকারীরা ঘটনাস্থল থেকে সরে যায়।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারি বাশারি বলেন, সরকার ঘটনাটি তদন্ত করছে।
(খোং)
|