১০ মে চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চিয়ে ছি বলেছেন, জাপানে চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সফর সফল হয়েছে এবং চীন ও জাপানের কৌশলগত পারস্পরিক কল্যাণমূলক সম্পর্কের নতুন পরিস্থিতির সূচনা হয়েছে ।
হুন চিন থাওয়ের সঙ্গে সফর শেষে দেশে ফেরার পথে বিশেষ বিমানে ইয়াং চিয়ে ছি সংবাদদাতাদেরকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, প্রেসিডেন্ট হু চিন থাও এবারের সফর ১০ বছরের মধ্যে জাপানে চীনের কোনো প্রেসিডেন্টের প্রথম সফর । সফর সারগর্ড, কার্যকর ও সফল হয়েছে । পূর্ব নির্ধারিত পরিকল্পনাগুলোও বাস্তবায়িত হয়েছে । তিনি বলেছেন, প্রেসিডেন্ট হু চিন থাও'এর সফর চীন ও জাপানের সম্পর্ক উন্নয়নের রূপরেখা প্রণয়ন করেছে , অগ্রগতির দিক নির্ধারণ করেছে ,আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা গভীরতর করেছে এবং দু'দেশের সম্পর্ক উন্নয়নের বস্তুগত ভিত্তি সুসংহত করেছে । দু'পক্ষ সাংস্কৃতিক বিনিময় জোরদার করার মাধ্যমে দু'দেশের জনগণের মৈত্রী উন্নয়নের সামাজিক ভিত্তি জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যাপারে দু'দেশের মতৈক্য সম্প্রসারণ ও সহযোগিতা জোরদার করতে একমত হয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|