১০ মে দক্ষিণ চীনের শান থোও শহরে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর শেষ হয়েছে। এর মধ্য দিয়ে চীনের কুয়াং তুং প্রদেশে অলিম্পিক মশাল হস্তান্তর সুষ্ঠুভাবে শেষ হয়েছে।
১০ মে সকালে শান থোও শহরের লুং হু অঞ্চলের মহাচত্বরে মশাল হস্তান্তর অনুষ্ঠান শুরু হয়। বিখ্যাত ভারোত্তোলনবিদ ছাই ইয়েন সু প্রথম মশাল বাহক ছিলেন। মোট ২০৮ জন মশাল বাহক এ দিনের মশাল হস্তান্তরে অংশ নেন। এর মধ্যে সুন সু ওয়েইসহ অলিম্পিকের ৬জন ডাইভিং চ্যাম্পিয়ন ছিলেন।
মশাল হস্তান্তরের দৈর্ঘ্য ছিল ৪৮ কিলোমিটার। এর মধ্যে ৩৬ কিলোমিটার ছিলো দৌড় যাত্রা। ১২ কিলোমিটার ছিল গাড়িতে মশাল যাত্রা। শান থোও শহরের মেয়র ছাই জো ছে শান থোও ধাপের চূড়ান্ত মশাল বাহক ছিলেন।
১০ মে রাতে অলিম্পিক মশাল চীনের ফুচিয়ান প্রদেশের ফুচৌ শহরে যাওয়ার কথা। (ইয়ু কুয়াং ইউয়ে)
|