চীনের গণ ব্যাংকের প্রেসিডেন্ট চৌ সিয়াওছুয়ান ১০ মে সাংহাই লু চিয়াচুই ফোরামে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেওয়ার সময়ে বলেন , ব্যাংকি ব্যবস্থার সংস্কারের পর চীনে ব্যাংকিং ঝুঁকি অনেক কমেছে ।
চৌ সিয়াওছুয়ান বলেন , এবার মার্কিন যুক্তরাষ্ট্রের গৌন ঋণ সংকটের শিক্ষা হল , সংকট সমাধানের অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হল , ব্যাংকিং সংস্থায়যথাসম্ভব সুষ্ঠুবিকাশের ধারা বজায় রাখা ।
তিনি বলেন, গত কয়েক বছরে চীনের কয়েকটি বড় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যব্যাংকের সংস্কার করা হয়েছে । বেশ কিছু বীমা কোম্পানি ও সিকিউরিটিজ কোম্পানি ও আধুনিক শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সংস্কার করা হচ্ছে । যাতে আগের চাইতে এ সব শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন ভাল হয় । এ সব সংস্কারেরফলে চীনের ব্যাংকিং ঝুকি অনেক কমেছে ।
চৌ সিয়াওছুয়ান আরও বলেন , নতুন শতাব্দীতে প্রবেশ করার পর চীনের আন্তর্জাতিক বাণিজ্য অতি দ্রুত বিকশিত হয়েছে । চীনের জিডিপিতে বৈদেশিক বাণিজ্যের অনুপাত ৬০ শতাংশেরও বেশি । --চুং শাওলি
|