৯ মে ছোমোলাংমা শৃঙ্গে অলিম্পিক মশাল হস্তান্তর অংশ নেওয়া পর্বতারোহী দলের সকল সদস্য পর্বতের ক্যাম্পে ফিরে এসেছেন । ১০ মে সকালে অলিম্পিক মশাল ছোমোলাংমা পর্বতে সফলভাবে হস্তান্তরের উদযাপনী অনুষ্ঠান আয়োজিত হয় । তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যানের ছিয়াংবা পানকোগ বড় আধারে পবিত্র আগুণ জ্বালানো এবং ছোমা লাংমা পর্বতের নিচে তিব্বত বাসীদের গানের মধ্য দিয়ে অলিম্পিক মশাল হস্তান্তর উদযাপন করা হয় ।
উদযাপনী অনুষ্ঠানে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল এবং চীনের জাতীয় ক্রীড়া ব্যুরোর নেতৃবৃন্দ এবার ছোমালাংমায় মশাল হস্তান্তরে অংশগ্রহণকারী পর্বতারোহীরা, ক্রীড়া কোচ, পর্বত আরোহণের সময়ের সহকারী কর্মীবৃন্দ এবং চিত্রগ্রাহকদেরকে ঐতিহ্যবাহী তিব্বতী হাদা ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানান । তিব্বতের সিকাজের জাতীয় নৃত্য ও সঙ্গীত দলের সদস্যরা চমত্কার তিব্বতী নাটক ও নাচ গান পরিবেশন করেন।
(ছাও ইয়ান হুয়া)
|