জাপান সরকারের আমন্ত্রণে চীনের প্রথম দফা যুব প্রতিনিধি দল ১০ মে জাপান সফর শেষ করে স্বদেশে ফিরে এসেছে। প্রতিনিধি দলের উপ-নেতা, কমিউনিস্ট যুব লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের প্রধান নি চিয়ান বলেন, সফর সফল হয়েছে। তিনি আশা করেন, প্রেসিডেন্ট হু চিন থাওয়ের জাপান সফর ও এবারের কর্মসূচীর সুযোগে চীন ও জাপানের তরুণ-তরুনীদের বিনিময় নতুন পর্যায়ে প্রবেশ করবে।
সাত দিন ব্যাপী জাপান সফরকালে প্রতিনিধি দল ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট হু চিন থাওয়ের বক্তৃতা শুনেছে, 'চীন-জাপান তরুণ-তরুণীদের মৈত্রী বিনিময় বর্ষ'-এর জাপান পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকেছে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফর করেছে, টয়োটা মোটর গাড়ি কোম্পানি ও আয়চি বিশ্ব মেলার স্থান পরিদর্শন করেছে এবং জাপানের বিভিন্ন ক্ষেত্রের যুবকদের সঙ্গে ব্যাপক বিনিময় করেছে।
বিনিময়ের মাধ্যমে চীন ও জাপানের তরুণদের মধ্যে মৈত্রী বাড়িয়েছে, অনুভূতি গভীর হয়েছে এবং বেসরকারী বন্ধুত্বের ভিত্তি স্থাপন করেছে। এর ফলে চীন ও জাপানের সম্পর্কের ভবিষ্যত সম্ভাবনায় আরো আশাবাদের সঞ্চার হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|