চীনের প্রেসিডেন্ট হু চিন থাও জাপানে পাঁচ দিনব্যাপী রাষ্ট্রীয় সফর শেষ করে ১০ মে বিকালে ওসাকা থেকে বিশেষ বিমান যোগে স্বদেশে ফিরে এসেছেন।
জাপান সফরকালে হু চিন থাও সম্রাট আকিহিতোর অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াসুওর সঙ্গে বৈঠক করেন। দু'পক্ষ 'চীন-জাপান পারস্পরিক সহায়ক কৌশলগত সম্পর্ক সার্বিক ত্বরান্বিতকরণ সংক্রান্ত যুক্ত বিবৃতি' চীন জাপান চতুর্থ রাজনৈতিক দলিল স্বাক্ষর করেছে। ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে হু চিন থাও তাঁর বক্তৃতায় চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছরের প্রক্রিয়া ও অর্জিত বিরাট সাফল্যের সারসংকলন ও পর্যালোচনা করেন। তিনি উল্লেখ করেন, নতুন ঐতিহাসিক সূচনা বিন্দু থেকে চীন ও জাপানের সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ উন্মোচিত হচ্ছে।
তা ছাড়া, হু চিন থাও ও ফুকুদা একসঙ্গে চীন ও জাপানের তরুণ-তরুণীদের মৈত্রী বিনিময় বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জাপানের নিম্ন কক্ষ ও প্রতিনিধি পরিষদের স্পীকার, প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চীন-জাপানের মৈত্রী বাড়াতে অবদান রাখা প্রয়াত রাজনীতিবিদ ও বন্ধুভাবাপন্ন ব্যক্তিদের আত্মীয়স্বজন এবং কিছু জাপানী বন্ধু ব্যক্তির সঙ্গে আন্তরিক বৈঠক করেছেন।
টোকিও ছাড়া, হু চিন থাও ইয়োকোহামা, কাওয়াসাকি, ওসাকা ও নারা সফর করেছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|