v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-09 21:15:59    
"অলিম্পিক মশালের জন্য আমি আবার চোমোলাংমায় আরোহন করছি"-ইয়ু লিয়াং ফু

cri
    চোমোলাংমা পর্বত পাদদেশের শিবিরে একজন দীর্ঘকার অথচ হালকা শরীরের বুড়ো আছেন। এই পাদদেশের শিবিরের মধ্যে তিনি হলেন দুটি রেকর্ডের অধিকারী। প্রথম হলো তিনি হলেন এই শিবিরের সবচেয়ে বয়স্ক লোক। আরেকটি হলো তিনি সবচেয়ে বেশি চোমোলাংমা পর্বত পাদদেশের শিবিরে এসেছিলেন। এবার সহ তিনি মোট ১৯ বার এখানে এসেছিলেন। তার নাম ইয়ু লিয়াং ফু। তিনি ছিলেন চীনের পর্বত আরোহন সমিতি'র সাবেক মহাসচিব। সবাই তাকে বস ইয়ু বলে ডাকে। এবার ইয়ু লিয়াং ফু'র দায়িত্ব হল চীনের কেন্দ্রীয় টেলিভিশন-সিসিটিভি'র চোমোলাংমা শৃঙ্গে মশাল হস্তান্তর রিপোর্টের প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করা। আজের অনুষ্ঠানে আমরা ইয়ু লিয়াং ফু'র কাছে গিয়ে তার গল্প শুনবো।

    ইয়ু লিয়াং ফু ১৫ বছর বয়সে একজন ট্রেক ও ফিল্ডের ক্রীড়াবিদ ছিলেন। ১৯৭৪ সালে তিনি চীনের পর্বতারোহন দলে যোগ দেন। পর্বতারোহন সমিতি'র মহাসচিব হবার আগে তিনি ফিজিক্যাল ট্রেনিং'এর প্রশিক্ষক ছিলেন। এর পাশাপাশি কিছু তথ্য সংগ্রহের কাজও তিনি করেছেন।

    "আমি একজন ক্রীড়িবিদ থেকে পর্বতারোহনের প্রশিক্ষকে পরিণত হয়েছি। তখন ফিজিক্যা ট্রেনিং দিয়েছিলাম। পর্বতারোহন দলে তথ্য সংগ্রহের কাজ করতে শুরু করি। তারপর "শান ইয়ে" নামক একটি পর্বতারোহন ম্যাগাজিনের সম্পাদক ছিলাম। ১৯৯৫ সাল থেকে আমি পর্বতারোহন সমিতি'র মহাসচিব হয়েছি। তারপর অবসর নিয়েছি।"

    ১৯ বার চোমোলাংমা পর্বত পাদদেশের শিবিরে আসার অভিজ্ঞতা বলতে গিয়ে ইয়ু লিয়াং ফু বলেন, এটা শুনে সবাই খুব অবাক হয়, কিন্তু আসলে তার কাজ হল পর্বতারোহনের জন্য সেবা করা। চোমোলাংমা পর্বতের অবস্থা খুবই জটিল, পুরোপুরি তা জানা বা আয়ত্ত করা অসম্ভব।

    "আমি শুধু চোমোলাংমার উত্তর দিকের অবস্থা একটু জানি, কিন্তু তার অন্য তিন দিকে আমি যাই নি। তাই চোমোলাংমাকে খুব ভাল জানি তা বলা যায় না। শুধু চীনের পাশে উত্তর দিক সম্পর্কে কিছুটা জানি।"

    এবারের অলিম্পিক মশাল হস্তান্তরের চোমোলাংমা পর্বতারোহন দল উত্তর দিকের পুরোন পথ বেছে নিয়েছে। ইয়ু লিয়াং ফু বলেন উত্তর দিকে চোমোলাংমা ওঠার জন্য তিনটি জটিলতা রয়েছে। একটি হল সমুদ্র পৃষ্ঠ থেকে ৬৫০০ থেকে ৭০২৮ মিটারের পর্যায়ে বরফের ফাঁক বেশি। আরেকটি হল সমৃদ্র পৃষ্ঠ থেকে ৭৪০০ থেকে ৭৫০০ মিটার পর্যায়ের ঢালে প্রচন্ডবাতাস । তৃতীয় হল সমুদ্র পৃষ্ঠ থেকে ৮৬৮০ থেকে ৮৭২০ মিটার এই ৪০ মিটার অংশ খুব ঢালু। উঠা খুব কঠিন। ইয়ু লিয়াং ফু বলেন, এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, কিছু জটিলতা মোকাবিলা করা যায়। কিন্তু বাসা এখনো একটি বিপদ কারণ। তাই কোন ঋতুতে পর্বতে উঠতে হবে তা একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার।

    "শীতকাল থেকে বসন্তকাল বা হেমন্তকাল থেকে শীতকালে পরিণত হওয়ার সময় বাতাস তুলনামূলক কম। তাই এই দু'টি সময়ে চোমোলাংমা আরোহন করা ভাল। শীতকালে বাতাস বেশি এবং বেশ ঠান্ডা। গ্রীষ্মকালে নেপালের পাশে বর্ষকালে শৃঙ্গে মেঘলা, দৃষ্টি স্পষ্ট নয়।"

    যদিও ১৯ বার চোমোলাংমা পর্বত পাদদেশের শিবিরে এসেছিলেন। তিনি কিন্তু একবারও শৃঙ্গে ওঠেননি। এ নিয়ে তার দুঃখ বোধ হয় কিনা, জিজ্ঞাস করলে ইয়ু লিয়াং ফু বলেন, তার নিজের দায়িত্ব তিনি ভালভাবে পুরণ করবেন, এছাড়া তিনি কিন্তু অন্য কিছু বিবেচনা করেননি।

    "আমার দুঃখ নেই। এই বার চোমোলাংমায় আরোহনের কতর্ব্য যেন একটি নির্মিত পিরামিড। এ কাজে আমার দায়িত্ব হল পিরামিডের ভিত্তি স্থাপন করা। তাহলে আমি আমার কাজ ভালভাবে করবো, পিরামিডের ওপরে ওঠার কথা আর ভাবি না। একটি কর্তব্যে বিভিন্ন পদে বিভিন্ন দায়িত্ব আছে। সবারই নিজ নিজ দায়িত্ব পালন করা উচিত।"

    তিনি মনে করেন যে কোনো সাফল্য সাধারণ কাজ থেকে অর্জিত হয়। তিনি এমনভাবে ৩০ বছর ধরে পর্বতারোহনের কাজ করেছেন। এই ৩০ বছরের মধ্যকার অভিজ্ঞতা নিয়ে তার অনুভূতি কী? এ ব্যাপার ইয়ু লিয়াং ফু বলেন, চোমোলাংমাকে পুরোপুরি বোঝা ও জানা অসম্ভব। তিনি মনে করেন এবারের পেইচিং অলিম্পিক মশালের চোমোলাংমা শৃঙ্গে সফল হস্তান্তরের অভিজ্ঞতা নিজের চাকরি শেষ হওয়ার প্রতীক হিসেবে তিনি খুব সন্তুষ্ট। তিনি বলেন:

    "পর্বত নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন অনুভূতি আছে। জীবন তো মুহূর্তের কথা। আমার কাছেও এবার হয়তো চোমোলাংমার সঙ্গে বিদায় নেয়ার সময়। অলিম্পিক গেমসে সবাই অংশ নিতে চায়। তা জীবনের জন্য একটি গৌরবের অভিজ্ঞতা। আমার সারা জীবনে পাহাড় পর্বতের সঙ্গে কাজ করেছি, এমন একটি বিরাট ঘটনায় অংশ নিয়েছি তা আমার জন্য যথেষ্ট।"(ইয়াং ওয়েই মিং)