৯ মে চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ছি শান সাংহাইয়ে বলেছেন, চীন বিভিন্ন দেশের সঙ্গে বর্তমানে আন্তর্জাতিক আর্থিক ক্ষেত্রের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা ও তা সমাধান করতে চায়, যাতে বিশ্ব অর্থের সমৃদ্ধি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করা যায়।
লু চিয়া জুই ফোরাম-২০০৮-এ তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো চীনের সামনে এখন আর্থিক শিল্প উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। পাশাপাশি অভূতপূর্ব চ্যালেঞ্জও আছে। তিনি বলেন, চীন বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত এবং সীমান্তপার পুঁজির প্রবাহিত তত্ত্বাবধান ও প্রশাসন জোরদার করার পাশাপাশি আর্থিক নিরাপত্তা নেট প্রতিষ্ঠা দ্রুততর এবং বিভিন্ন ধরনের অবৈধ আর্থিক তত্পরতা দমন করবে।
(খোং)
|