সিনহুয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে বাড়তে থাকা চীনের বরাদ্দকৃত কেন্দ্রীয় অর্থ তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ব্যাবহার করা হচ্ছে এবং আর্থিক গণ সেবা অব্যাহতভাবে বাড়ার কারণে সেখানকার বিভিন্ন জাতির মানুষ অধিক থেকে অধিকতরভাবে কেন্দ্রীয় অর্থের কল্যাণ উপভোগ করছে।
জানা গেছে, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের আবাসিক বিদ্যালয়ের পরিবেশ বড় ধরনের উন্নত করা হয়েছে। সংখ্যালঘু জাতি ছাত্রছাত্রীদের শিক্ষা ও বিবিধ ফি, বই ফি মকুফ করার পাশাপাশি প্রতি মাসে কিছু সংখক ভর্তুকি দেয়া হয়।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অর্থ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ২০০১ থেকে ২০০৫ সালে তিব্বতের প্রতিটি কৃষক ও পশুপালক প্রতি বছর ৪শ' ইউয়ান করে আর্থিক ভর্তুকি পেয়েছে। কৃষি ও পশুচারণ অঞ্চলে বেতার ও টেলিভিশন ব্যবহারের হার ৮৫ শতাংশেরও বেশি। সংক্রামক রোগ ও স্থানীয় রোগ কার্যকর নিয়ন্ত্রণ করা হয়েছে। ২০০৬ থেকে ২০১০ সালে চীন আরো ১০ হাজার কোটি ইউয়ান দিয়ে তিব্বতের উন্নয়নে ব্যবহার করবে।
(খোং)
|