৮ মে বিকালে চীন ও জাপানের তরুণ-তরুণীদের মৈত্রী বিনিময় বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান টোকিও রওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও , জাপানের প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াসুও এবং সাবেক প্রধানমন্ত্রী রাসুহিরো নাকাসোনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হু চিন থাও বলেন, তরুণ-তরুণীরা সবার আশা আকাঙ্খা এবং ভবিষত্যের প্রতীক। চীন ও জাপানের তরুণ-তরুণীদের বংশপরম্পরায় সম্প্রীতিতে বসবাস করা খুবই গুরুত্বপূর্ণ। দু'দেশের তরুণ-তরুণীরা চীন ও জাপানের বন্ধুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদী।
ফুকুদা ইয়াসুও বলেন, এ উদ্বোধনী অনুষ্ঠান দু'দেশের তরুণ-তরুণীদের মধ্যে বৈচিত্র্যময় আদান-প্রদানের সূচনা করবে এবং এ সব আদান-প্রদান দু'দেশের জনগণের মধ্যে সমঝোতা তরান্বিতের সেতু হবে বলে তিনি আশাবাদী।
রাসুহিরো নাকাসোনে বলেন, তরুণ-তরুণীদের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান দু'দেশের জনগণের সমঝোতাকে গভীর এবং দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকে এগিয়ে নেয়ার জন্য সহায়ক হবে। চীন ও জাপান দু'দেশের উচিত পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা জোরদার করা।--ওয়াং হাইমান
|