চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ৮ মে পেইচিংএ বলেছেন, চীন ভ্যাটিকানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে ইচ্ছুক। চীন সংশ্লিষ্ট মৌলিক নীতির ভিত্তিতে ভ্যাটিকানের সঙ্গে গঠনমূলক আলাপ আলোচনা করবে । যাতে দু'দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে বিকশিত হয়।
ভ্যাটিকানে চীনের এইয়ু সিনফোনি দলের পরিবেশনা সম্পর্কে চীনের মতামত কী সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে ছিন কাং বলেন, চীনের এইয়ু সিনফোনি দল ইউরোপ সফর করছে । ৭ মে ভ্যাটিকানে চীনের এইয়ু সিনফোনি দল অনুষ্ঠান পরিবেশন করেছে । এটা হল একটি সাফল্যজনক বে-সরকারী সাংস্কৃতিক বিনিময় । ছিন কাং বলেন, শিল্পকলা হচ্ছে মানব জাতির অভিন্ন সম্পদ। সংগীত যোগাযোগের সেতু স্থাপন করতে পারে। চীন এই পরিবেশনার পুরোপুরি সাফল্যে অভিনন্দন জানাচ্ছে। এবারের পরিবেশনা চীন ও ইউরোপের জনগণের মধ্যকার পারস্পরিক সমঝোতা ও মৈত্রী জোরদারের জন্য কল্যাণকর হবে ।
৭ মে ভ্যাটিকানে চীনের এইয়ু সিনফোনি ও সাংহাই সংগীত অপেরার বিশেষ পরিবেশনা অনুষ্ঠিত হয়। এটা হল ভ্যাটিকানে চীনের সিনফোনি দলের প্রথম বিশেষ পরিবেশনা । ইতালিতে চীনের রাষ্ট্রদূত সেন উয়ে শি , রোমান ক্যাথলিক ধর্মের বেনেডেটো ১৬ , ইতালির বিভিন্ন ক্ষেত্রের প্রায় ৬ হাজার দশর্ক এই সংগীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
|