v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-08 19:55:23    
ছোট মোজা তৈরী বিরাট লাভজনক

cri

তাথাং চীনের একটি অখ্যাত্ ছোট থানা। অনেক চীনা মানুষও এ থানার নাম কখনো শুনেনি। কিন্তু তাথাংয়ের উত্পাদিত মোজা শিল্প চীনের মোজা উত্পাদনের ক্ষেত্রে অনেক বিখ্যাত্। তাথাংয়ের মোজা উত্পাদনের যন্ত্র, বিভিন্ন উপকরণ, মোজার উত্পাদন ও বিক্রীর সকল ব্যবস্থা এখানে রয়েছে। তাথাংয়ের উত্পাদিত মোজা শিল্প ২০ বছর ধরে সমৃদ্ধ। এর আগে তাথাং শুরু মোজা তৈরী শুরু করে উত্পাদনের পরিমাণ বাড়িয়েছিল। এখন তাথাংয়ের অধিবাসীরা মনে করে, শুধু মাত্র মোজা উত্পাদনের পরিমাণ বাড়িয়ে তাথাং আন্তর্জাতিক মোজা কেন্দ্রের পরিবর্তন করা সম্ভব নয়। এর নবায়ন ও নতুন নতুন উদ্ভাবন করলে তাথাংয়ের মোজা শিল্প আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারবে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাথাংয়ের মোজা শিল্প সম্পর্কে কিছু কথা জানাবো।

(সংগীত)

তাথাং থানা চীনের চেচিয়াং প্রদেশের চুচি শহরে অবস্থিত। অতিতে এ ছোট থানার লোক সংখ্যা ছিল প্রায় এক হাজার। কিন্তু ছোট মোজা তৈরীর মাধ্যমে তাথাং এখন ৬০ হাজার লোক ও প্রতি বছর ৮০ কোটি মোজা তৈরী করা চীনের মোজা কেন্দ্রে পরিনত হয়েছে। তাথাং থানার মেয়র কুও চিয়ানবো সাংবাদিকদের বলেন, সারা বিশ্বের ১০ জোরা মোজার তিন জোরা হল তাথাংয়ের তৈরী। তিনি আরো বলেন,

(রে ১)

'তাথাংয়ের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। এক: তাথাং থানা চীনে অনেক বিখ্যাত্। দুই: ছোট ছোট শিল্প বিরাট ব্যবসার সৃষ্টি করে। তিন: প্রতিটি বাড়ি হল মোজার কারখানা।'

তাথাংয়ের মোজা শিল্প হল চেচিয়াং প্রদেশের আঞ্চলিক অর্থনীতির একটি দৃষ্টন্তে। বর্তমানে তাথাং থানা কেন্দ্র হিসেবে আরো ১২টি থানায় তাথাং মোজা শিল্প ক্ষেত্র নির্মিত হয়েছে। এর মধ্যে ১লাখেরও বেশি কর্মচারী রয়েছে। পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৬ সালে সকল মোজা শিল্পে ১লাখ মোজা তৈরীর যন্ত্র ছিল। প্রতি বছরে এ ক্ষেত্রে ১১.৮ বিলিয়ন জোরা মোজা তৈরী হয়। উত্পাদন মূল্য প্রায় ২৮ বিলিয়ন ইউয়ান রেনমিনপি।

কিন্তু এ সাফল্য সম্পর্কে তাথাংয়ের মানুষ অপারগতার। তাঁরা এখন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে চায়। কুও চিয়ানবো বলেন, আন্তর্জাতিক অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী একটি শিল্প ১৫ ও ২০ বছর উন্নয়নের পর তার কাঠামো পরিনত হবে। এখন পর্যন্ত তাথাংয়ের মোজা তৈরী শিল্প ২০ বছর উন্নত হয়েছে। এ সম্পর্কে তাথাং 'মোজা সদর দফতর অর্থনীতির' ধারণা উত্থাপন করেছে। এ সম্পর্কে তিনি বলেন,

(রে ২)

'আমরা বরাবরই মোজা শিল্পের আরো দ্রুত উন্নয়নের পদ্ধতির কথা বিবেচনা করছি। তাথাংয়ের বাস্তব অবস্থা অনুযায়ী আমরা মোজা শিল্পের কেন্দ্রীয় অর্থনীতির ধারণা উত্থাপন করেছি। আমরা মোজা শিল্প তাথাংয়েই রাখবো। সেজন্য আমরা এ বছরে মোজা শিল্পের গণ সেবার একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছি।'

তাথাং ২কোটিরও বেশি ইউয়ান রেনমিনপি ব্যয়ে এ সেবার প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছে। এ প্ল্যাটফর্মে মোজা শিল্প গবেষণালয়, মানদন্ড পর্যবেক্ষণ কেন্দ্র, বাণিজ্যিক ইলেক্ট্রোনিক কেন্দ্র, তাথাং মোজা শিল্প মার্কা ওয়েবসাইট ও শিল্প-প্রতিষ্ঠানগুলোর তথ্য নেটসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে।

জানা গেছে, তাথাং মোজা গবেষণালয় প্রতি দিন বিভিন্ন ধরণের মোজার ১হাজারেরও বেশি ডিজাইন করেছে। গবেষণালয় প্রতি দিন ৫শোরও বেশি ব্যবসায়ীকে নতুন মোজার ডিজাইন সরবরাহ করে। বর্তমানে গবেষণালয়ে দশক লাখ মোজার ডিজাইন রয়েছে। এছাড়া, গবেষণালয় মোজার ডিজাইন করার গতি অনেক দ্রুত। প্রায় ১০ সেকেন্ডের মধ্যেই একটির ডিজাইন তৈরী হয়ে যায়। এ গতিতে স্থানীয় মোজা শিল্প-প্রতিষ্ঠানগুলো বাজারের সঙ্গে সংগতিপূর্ণ হয়ে উঠছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে গণ সেবা প্ল্যাটফর্ম কার্যকর হওয়ার পর মোজা তৈরীর শিল্প-প্রতিষ্ঠানগুলো প্রশংসা পেয়েছে। একটি তথ্য সুত্রে জানা গেছে, এ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা ফলে মোজা তৈরী শিল্প-প্রতিষ্ঠানগুলোর জন্য প্রায় ২০কোটি ইউয়ান রেনমিনপির সাশ্রয় হয়েছে।

পাশাপাশি শিল্প-প্রতিষ্ঠানগুলোকে বিখ্যাত্ মার্কা সৃষ্টির উত্সাহ দেয়ার জন্য স্থানীয় সরকার ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে। যে শিল্প-প্রতিষ্ঠান দেশের বিখ্যাত্ মার্কা সৃষ্টি করবে স্থানীয় সরকার তাকে ৫লাখ ইউয়ান রেনমিনপি প্রদান করবে। যে শিল্প-প্রতিষ্ঠান প্রদেশের বিখ্যাত্ মার্কা সৃষ্টি করলে তাকে ২লাখ ইউয়ান রেনমিনপি প্রদান করা হবে। কুও চিয়ানবো বলেন,

(রে ৩)

'বিজ্ঞান ও প্রযুক্তির নবায়ন ও উদ্ভাবন হল শিল্প-প্রতিষ্ঠান ও মোজা শিল্পের জীবন। গণ সেবা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা ছাড়াও আমরা বিশেষভাবে বিভিন্ন মোজা তৈরী শিল্প-প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞান ও প্রযুক্তি নবায়ন ও উদ্ভাবন এবং পেটেন্ট সৃষ্টির জন্য পুরস্কার প্রদান করি। এর মধ্য দিয়ে মোজা শিল্পের অতিরিক্ত পরিমাণ ও মোজা শিল্পের উন্নয়ন ত্বরান্বিতের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছি।'

দানচিয়া গ্রুপ হল তাথাংয়ের বহু মোজা শিল্প-প্রতিষ্ঠানের মধ্যে একটি। এ গ্রুপ অনেক আগে বিজ্ঞান গবেষণা শুরু করে। ২০০৩ সালে দানচিয়া গ্রুপ একটি মোজা গবেষণালয় ও একটি মোজা তৈরীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি নবায়ন ও উদ্ভাবন সেবা কেন্দ্র নির্মাণ করেছে। এ গ্রুপের একজন কর্মকর্তা চু থিয়ানইয়ং বলেন

(রে ৪)

'আমাদের গ্রুপ ও তংহুয়া বিশ্ববিদ্যালয় এবং চেচিয়াং প্রকল্প একাডেমির মধ্যে সহযোগিতা রয়েছে। এখন পর্যন্ত আমরা তিনটি বিজ্ঞান ও প্রযুক্তির সাফল্য এবং দেশের ও প্রদেশের বিজ্ঞান ও প্রযুক্তির সংক্রান্ত অগ্রগতি পুরস্কার লাভ করেছি। আমাদের প্রযুক্তি বিশ্বের প্রথম পর্যায়ে রয়েছে। এ প্রযুক্তি মোজা তৈরীর ক্ষেত্রে ব্যবহৃত হয়।'

হুয়াহাই স্পেন্ডেক্স কোম্পানি হল তাথাংয়ে দু'টি উচ্চ পর্যায়ের প্রযুক্তি বহন করা শিল্প-প্রতিষ্ঠানের মধ্যে একটি। এ কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার দু ছুনশু বলেন, কোম্পানিটি বহু বছরে স্পেন্ডক্স উপকরণের গবেষণার চেষ্টা করতে থাকছে। তিনি বলেন,

(রে ৫)

'আমাদের কোম্পানির একটি বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কেন্দ্র রয়েছে। আমরা বাজারের বিভিন্ন চাহিদা অনুযায়ী গবেষণা ও পরীক্ষা করছি। আমাদের পরীক্ষার ব্যবস্থাও রয়েছে।'

দানচিয়া ও হুয়াহাই'র মত বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা এবং নবায়ন ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দেয়া শিল্প-প্রতিষ্ঠান তাথাংয়ে আরো বেশি রয়েছে। কুও চিয়াবো বলেন,

(রে ৬)

'সবগুলো শিল্পের উচিত গবেষণা ও উদ্ধারের সমস্যা নিরসন করা। নাহলে পণ্যদ্রব্যের অতিরিক্ত মূল্য বাড়ানো হবে না ও পণ্যদ্রব্য ব্যবহারের সময় দীর্ঘ হবে না।'

এখন পর্যন্ত তাথাং মোজা শিল্পের পুরোপুরি বিজ্ঞান ও প্রযুক্তি নবায়ন ও উদ্ভাবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। নবায়ন ও উদ্ভাবনের মধ্যে দিয়ে তাথাংয়ের নতুন প্রাণশক্তি সৃষ্টি হবে। তাথাংয়ের মোজার মার্কা আন্তর্জাতিক বাজারে বিখ্যাত্ থেকে আরো বিখ্যাত হয়ে উঠবে।

ছাই ইউয়ে