v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-08 18:59:23    
অলিম্পিক গেমসের সহযোগী শহরগুলোর নীল আকাশের পরিমাণ বাড়ছে

cri
পেইচিং অলিম্পিক গেমসের আংশিক ফুটবল প্রতিযোগিতা উত্তর চীনের থিয়েনচিন শহর ও হোপেই প্রদেশের ছিন হুয়াংতাও শহরে অনুষ্ঠিত হবে । সেইলিং বোট প্রতিযোগিতা পূর্ব চীনের ছিংতাও শহরে অনুষ্ঠিত হবে । জানা গেছে , অলিম্পিক গেমসের সহযোগী হিসেবে থিয়েনচিন , হোপেই ও ছিংতাও শহর পরিবেশ রক্ষার জন্য ইতিবাচক ব্যবস্থা নিয়েছে । এখন এই তিনটি জায়গার জলবায়ুর গুণগতমান উন্নত হওয়ায় নীল আকাশের পরিমাণ দিনদিন বেড়ে যাচ্ছে ।

পেইচিংকে পরিবেষ্টন করা হোপেই প্র্রদেশ একদিকে চীনের বৃহত্তম লৌহ-ইসপাত উত্পাদনেরপ্রধান প্রদেশ আর অন্য দিকে দুষিত পদার্থ নিঃসরণকারী বৃহত্তম প্রদেশ । অলিম্পিক গেমস চলাকালে আবহাওয়ার গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে হোপেই প্রদেশ সালফার ডাইঅক্সাইড, ধোঁয়া ও ধূলিকণার পরিমান তিন লাখ টন কমিয়ে দেয়ার প্রকল্পে ১৭০ কোটি ইউয়ান বরাদ্দ করেছে । হোপেই প্রদেশের বৃহত্তম লৌহ- ইসপাত শিল্পপ্রতিষ্ঠান থাংশান লৌহ-ইসপাত গ্রুপ কোম্পানির কথাই ধরা যাক । গত বছর থাংশান লৌহ-ইস্পাত কোম্পানি জ্বালানী সম্পদ সাশ্রয় এবং নিঃসরণ কমিয়ে দেয়ার প্রকল্পে৬০ কোটি ইউয়ান বরাদ্দ করে এবং এবছর আরও ৮০ কোটি ইউয়ান বরাদ্দ করবে । এ সম্পর্কে এই কোম্পানির কর্মকর্তা ওয়াং পাওজুন বলেন , থাংশান লৌহ-ইসপাত কোম্পানির ধূলিকণা নির্মূলীকরণ ব্যবস্থার সংস্কারে আমরা ২ কোটি ৬০ লাখ ইউয়ান বরাদ্দ করেছি । ফলে ধোঁয়া নিঃসরণের বার্ষিকপরিমাণ ৩০০০ টন কমে গেছে । তাছাড়া দাহ্য শক্তি কমানো কয়লার ধোঁয়া নিয়ন্ত্রণ প্রকল্পে ৩০ কোটি ইউয়ান বরাদ্দ করায় ধোঁয়া নিঃসরণের বার্ষিকপরিমাণ ২০০০টন কমেছে । যার ফলে থাংশান লৌহ-ইস্পাত কোম্পানি এবং তার আশেপাশের এলাকার জলবায়ুর গুণগতমান স্পষ্ট উন্নত হয়েছে । থাংশান কোম্পানি শুধু হোপেই প্রদেশের দুষিত পদার্থ নিঃসরণ কাজের একটি অতিক্ষুদ্র চিত্র ।

হোপেই প্রদেশের পরিবেশ রক্ষা ব্যুরোর প্রধান চি চেনহাই বলেন , অলিম্পিক গেমসের জন্য চালানো ২১টি আবহাওয়া নিয়ন্ত্রণ প্রকল্পের মধ্যে ১৬টির কাজ সম্পন্ন হয়েছে । এটা মোট সংখ্যার প্রায় ৭৬.২ শতাংশ । এই সব প্রকল্প যথাসময় সম্পন্ন হবে বলে অনুমাণ করা হচ্ছে ।

পেইচিংয়ের নিকটবর্তী থিয়েনচিন শহর একটি দ্রুত উন্নয়নাধীন শিল্পপ্রধান শহর । পেইচিং অলিম্পিক গেমসের ফুটবল প্রতিযোগিতার একটি সহযোগী শহর হিসেবে থিয়েনচিনে প্রতিযোগিতার উন্নত পরিবেশ সৃষ্টি করার জন্য নীল আকাশ নামক প্রকল্পের কাজ এখন চলছে । বিদ্যুত উত্পাদন , ধাতুঢালাই এবং তেল ও রসায়ন শিল্পের দুষিত পদার্থের নিঃসরণ নিয়ন্ত্রণ করা নীল আকাশ প্রকল্পের প্রধান অংশ । এ সম্পর্কে থিয়েনচিন অর্থনৈতিক কমিশনের সম্পদ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিভাগের কর্মকর্তা ওয়াং চিনকাং বলেন , আমরা সালফার ডাইঅক্সাইডের নিঃসরণ কমিয়ে দেয়ার কাজ তরান্বিতকরছি এবং বিদ্যূত উত্পাদন শিল্পের ওপর তদারকী জোরদার করছি । ১৫ জুলাইর আগে বৃহত্তাকার কয়লা বয়লারের সালফার মুক্তকরণ ব্যবস্থার সংস্কার সম্পন্ন করা হবে এবং পাশাপাশি একথাও জানানো হয় যে, ১০ টনেরও কম ক্ষমতাসম্পন্ন বয়লার ও কয়লার অন্যান্য সরঞ্জামে বিশুদ্ধজ্বালানী ব্যবহার করতে হবে ।

জানা গেছে , এ বছরের ১ মের আগে থিয়েনচিন শহরের সবকটি তেল গুদাম, তেল স্টেশন ও তেলবাহী গাড়ি নিয়ম অনুযায়ী তেল ও গ্যাস ফিরিয়ে আনা এবং বায়ুরোধী পরিচালনার কাজ সম্পন্ন করবে । অলিম্পিক গেমসের আগে থিয়েনচিনে দশ হাজারেরও বেশি পুরোনো বাস ও টেক্সি কার প্রত্যাহার করা হবে । এক পরিসংখ্যানে জানা গেছে , থিয়েনচিন শহরের জলবায়ুর গুণগতমান শ্রেষ্ঠ বা ভাল এমন দিনের সংখ্যা এখন ৩২০ ।

পূর্ব চীনের সানতুং প্রদেশের ছিংতাও শহর অলিম্পিক গেমসের সেইলিং বোট প্রতিযোগিতার একটি সহযোগী শহর । স্থানীয় আবহাওয়ার গুণগতমান নিশ্চিত করার জন্য ছিংতাও শহরের পরিবেশ রক্ষা বিভাগ গাড়ির গ্যাস নির্গমন এবং নির্মাণ ক্ষেত্র ও সড়কপথের ধূলা বালি নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে । ছিংতাও শহরের পরিবেশ রক্ষা বিভাগের প্রধান কাও ইয়েন বলেন, ---৪---জলবায়ুর গুণগতমানের দিক থেকে গত বছর ছিংতাও শহরের শ্রেষ্ঠদিনের পরিমাণ ছিল ৩৩৩ দিন । শ্রেষ্ঠ হার ৯২.১ শতাংশ । অলিম্পিক গেমসের সেইলিং বোট প্রতিযোগিতার সময় আগষ্ট মাসে জলবায়ু ভাল থাকার শ্রেষ্ঠ হার হবে ১০০ শতাংশ । --চুং শাওলি