পাকিস্তানের ক্রজ ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ
cri
পাকিস্তানের সেনাবাহিনী ৮ মে এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরমাণু অস্ত্র বহণে সক্ষম একটি ক্রজ ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণের সকল পরীক্ষা চালিয়েছে। হাতফ ৮ গ্রুপের থান্তার নামক এই ক্রজ ক্ষেপণাস্ত্রটির আঘাত হানার পাল্লা হচ্ছে ৩৫০ কিলোমিটার। এর ফলে সামরিক পাকিস্তানের শক্তি আরও বৃদ্ধি পেলো।
(ওয়াং তান হোং)
|
|