চীন ও রাশিয়া মন্ত্রী সমিতি এবং প্রবাসী চীনারা ৭ মে মস্কোতে মহাদেশরক্ষা যুদ্ধ জয়ের ৬৩ ততম বার্ষিকী উপলক্ষে একটি প্রীতি সম্মিলনীর আয়োজন করে। রাশিয়া-চীন মৈত্রী সমিতির ভাইস চেয়ারম্যান গালিনা কুলিকোভা তাঁর ভাষণে বলেন, মহাদেশরক্ষা যুদ্ধ একটি ন্যায্য যুদ্ধ ছিল বলে তার জয়ী হয়েছে। সোভিয়েট ইউনিয়নের জনগণ বিশ্বের ফ্যাসিবাদ-রোধ যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চীনা জনগণও এ যুদ্ধে বিশাল ত্যাগ স্বীকার করেছে। দু'দেশের জনগণ ইতিহাসকে মনে রেখে রাশিয়া-চীন মৈত্রী বংশপরম্পরায় এগিয়ে নিয়ে যাবে।
চীন-রাশিয়া আর্থ-বাণিজ্যিক সহযোগিতা কেন্দ্রের মহাপরিচালক সার্গাই সানাকইয়েভ বলেছেন, ফ্যাসিবাদ রোধ যুদ্ধে রাশিয়া ও চীন পরস্পরকে সমর্থন করেছে। নতুন শতাব্দীতে দু'দেশ সক্রিয়ভাবে কৌশলগত সহযোগিতা করে আসছে। দু'দেশের সহযোগিতা সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
|