v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-08 16:42:03    
পেইচিং অলিম্পিক মশাল; চুমোলাংমা শৃঙ্গে সাফল্যের সঙ্গে হস্তান্তর হয়েছে

cri
    ৮ মে সকালে বিশ্বের সবচেয়ে উচুঁ পর্বতশৃঙ্গ ---চুমোলাংমায় সাফল্যের সঙ্গে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর সম্পন্ন হয়েছে। এবারই প্রথম অলিম্পিক গেমসের ইতিহাসে অলিম্পিক মশাল সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৮৪৪.৪৩ মিটার উঁচু চুমোলাংমা পর্বত শৃঙ্গে পৌঁছলো। (১)

    ৮ মে পেইচিং সময় সকাল নয়টা ১৮ মিনিটে চুমোলাংমা শৃঙ্গে সর্বশেষ মশালবাহক শ্রীণওয়াংমোর হাতে মশাল হস্তান্তরের মধ্য দিয়ে চুমোলাংমা পর্বত শৃঙ্গে অলিম্পিক মশাল হস্তান্তর সম্পন্ন হবার সুখকর খবর চুমোলাংমা প্রধান কর্মকেন্দ্রের অপেক্ষারত সবাইকে আনন্দ ও উত্ফুল্ল করে তোলে। পাঁচ রিং আঁকা অলিম্পিক পতাকা ,চীনের জাতীয় পতাকা এবং পেইচিং অলিম্পিক গেমসের পতাকা চুমোলাংমা শৃঙ্গে এখন পত্ পত্ করে উড়ছে। মশালবাহক এবং শৃঙ্গে আরোহী দলের সদস্যরা শৃঙ্গে পেইচিং অলিম্পিক গেমসের মশালের আলো ছড়িয়ে আর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গেমসের মর্যাদাকে আনন্দের সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে দিলেন। (২)

    এক বিশ্ব এক স্বপ্ন। যেন আবেগ জাগানো স্বপ্ন।শৃঙ্গে পৌঁছেই মশাল বাহকসহ সবাই তিব্বতী ভাষায় আনন্দী চীত্কার করে বলে উঠেন। জাসিডেল। জাসিডেল। সুখী ও আনন্দময় থেকে সবার জীবন।

    চীনের পর্বতারোহী দলের সদস্যরা ভোর রাত তিনটা থেকে ছয় ঘন্টার মধ্যে চীনের আরোহী দলের সদস্যরা বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গে মশাল হস্তান্তর সম্পন্ন এবং চীন অলিম্পিক গেমস আবেদনের সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করেন।

    চুমোলাংমায় সাফল্যের সঙ্গে মশাল হস্তান্তরের পর পরই এবারের তত্পরতার মহাপরিচালক , চীনের আরোহী পরিষদের চেয়ারম্যান লি জি সিন বলেছেন, (৩)

    এবার চুমোলাংমায় সাফল্যের সঙ্গে মশাল হস্তান্তরের মাধ্যমে আমরা বহু বছরের ইচ্ছা ও বহু বছরের স্বপ্ন এর বাস্তবায়ন করেছি। এর পাশাপাশি আমরা বিশ্বের কাছে দেয়া প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেছি।

    চুমোলাংমায় সাফল্যের সঙ্গে মশাল হস্তান্তরের পর পরই চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং ৮ মে চুমোলাংমা শৃঙ্গে আরোহী দলকে বাণী পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন। বাণীতে বলা হয়েছে, পেইচিং অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়া হচ্ছে চীনের এক শো বছরের স্বপ্ন পুরণ। চুমোলাংমা শৃঙ্গে অলিম্পিক মশাল হস্তান্তর হচ্ছে চীনের জনগণের বিশ্বের জনগণ দেয়া দৃঢ়কন্ঠের প্রতিশ্রুতি, অলিম্পিক গেমস অনুষ্ঠানের ইতিহাসেও এক দুঃসাহসিক অভিযান এবং চীনের জনগণ অলিম্পিক গেমস ও বিশ্বের জনগণকে দেয়া একটি অমূল্য উপহার।

    এবারের তত্পরতায় সাফল্য অর্জনের বিষয়টিকে সুনিশ্চিত করার জন্য চীনের পর্বতারোহী দল দু'বছর ধরে কঠোর চর্চা করেছে আর গত বছর শৃঙ্গে পৌঁছানোর অনুশীলন করেছে। চলতি বছরের ২৮ মার্চ চীনের পর্বতারোহী দলের সকল সদস্য চুমোলাংমার প্রধান কর্মকেন্দ্রে প্রবেশ করে। ২২ এপ্রিলের আগেই প্রধান কর্মকেন্দ্র নির্মাণ ও সুবিন্যস্তের কাজ সম্পন্ন হয়।

    এবারের চুমোলাংমা শৃঙ্গ আরোহনকারী দল ১২জনকে নিয়ে গঠিত। ১২জনের মধ্যে রয়েছেন তিব্বতী, হান, এবং থু জাতিভূক্তরা। এদের মধ্যে দুজন নারীও রয়েছেন।

    চীনের আরোহী পরিষদের মুখপাত্র চাং জি চিয়াং বলেছেন, (৪)

    চূড়ান্ত পর্যায়ে চুমোলাংমা শৃঙ্গে পৌঁছানোর লোক কম। শৃঙ্গে অলিম্পিক মশাল হস্তান্তরের লোকও কম। সুতরাং আমরা শৃঙ্গে অলিম্পিক মশাল হস্তান্তরের লোকের ওপর গুরুত্ব দেয়ার সঙ্গে সঙ্গে চুমোলাংমা শৃঙ্গে মশাল হস্তান্তর সম্পন্ন করা কর্মী ও অন্যান্য সদস্যদের কখনো ভুলে যাবো না।(লিলু)