৭ মে চীন, ফ্রান্স,রাশিয়া, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ পেইচিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক উ হাই লুং এ সভায় সভাপতিত্ব করেন।
আলোচনাকালে বিভিন্ন পক্ষ বর্তমান গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়, জাতিসংঘের বিভিন্ন ক্ষেত্রের সংস্কার , জাতিসংঘের শান্তি রক্ষী অভিযান জোরদার এবং সংঘর্ষের পর পুনর্গঠনের কাজ জোরদার করাসহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেছে। পাঁচটি স্থায়ী সদস্য দেশ মনে করে, বর্তমানে জাতিসংঘ গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও সুযোগের সম্মুখিন হয়েছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যাপারে পাঁচটি স্থায়ী সদস্য দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। তাদের উচিত বিনিময় ও সহযোগিতাকে আরো জোরদার করা এবং জাতিসংঘের বিভিন্ন ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকে ত্বরান্বিত করা উচিত। পাঁচটি সদস্য দেশের কর্মকর্তারা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক পর্যায়ের নিয়মিত পরামর্শ অনুষ্ঠানের রাজি হয়েছে।(লিলু)
|