v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-08 15:48:11    
চীন ও জাপানের কৌশলগত পারস্পরিক সম্পর্ক সার্বিকভাবে জোরদারের লক্ষ্যে যৌথ বিবৃতি

cri
    ৭ মে জাপান সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়াসুয়ো ফুকুদা টোকিওতে চীন ও জাপানের কৌশলগত পারস্পরিক সম্পর্ক সার্বিকভাবে জোরদার করার লক্ষ্যে একটি যৌথ বিবৃতি দিয়েছেন। এটি হচ্ছে চীন ও জাপানের চতুর্থ রাজনৈতিক দলিল।

    যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দু'পক্ষ একমত হয়েছে যে, চীন - জাপান সম্পর্ক হচ্ছে দু'দেশের একটি খুবই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক। দীর্ঘ মোয়াদী শান্তি ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা হচ্ছে দু'পক্ষের উদ্দেশ্য।

    দু'পক্ষ আরেক বার ঘোষণা করেছে যে, চীন ও জাপানের যৌথ বিবৃতি, চীন ও জাপানের শান্তি ও বন্ধুত্বপূর্ণ চুক্তি এবং চীন ও জাপানের যৌথ ঘোষণা তিনটি দলিলের বিভিন্ন নীতি অনুসরণ করতে থাকবে। দু'পক্ষই নিজেদের মধ্যে কৌশলগত পারস্পরিক সম্পর্কের নতুন ক্ষেত্র সৃষ্টি ও তা বাস্তবায়ন করবে।

    দু'পক্ষ সহযোগিতার অংশীদার হিসেবে পারস্পরিক ক্ষেত্রে হুমকির সৃষ্টি করবে না বলে সম্মত হয়েছে। দু'পক্ষের শান্তি ও উন্নয়নে পরস্পরকে সমর্থন করবে এবং পরামর্শ ও আলোচনার মাধ্যমে দু'দেশের সমস্যার সমাধান করবে।

    জাপান ও চীনের যৌথ বিবৃতিতে তাইওয়ান সমস্যা সংক্রান্ত অব্যাহতভাবে বিষয়ে জাপান চীনকে তাদের অবস্থানে অনঢ় থেকে সমর্থনের কথা আরেক বার ঘোষণা করেছে।

    দু'পক্ষ সংলাপ ও সহযোগিতার কাঠামো গড়ে তোলা এবং সহযোগিতা জোরদার করার মাধ্যমে রাজনৈতিক পারস্পরিক আস্থা উন্নত করা, দু'দেশের নেতৃবৃন্দের নিয়মিত পারস্পরিক সফরের ব্যবস্থা করা, দু'দেশের জনগণের বিনিময় উন্নত করা ,পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা জোরদার করা ,এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে অভিন্ন প্রচেষ্টা চালানো এবং বিশ্বের অভিন্ন সমস্যা মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে।(লিলু)