৭ মে থেকে চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের জাপানে পাঁচ দিন ব্যাপী " উষ্ণ বসন্ত সফর" সফর শুরু হয়েছে । জাপান সহ কয়েকটি দেশের গণ মাধ্যম নিবন্ধ প্রকাশ করে এই সফরের ইতিবাচক মূল্যায়ন করেছে ।
৬ মে জাপানের টোকিও টেলিভিশন হু চিন থাওয়ের সফর সম্পর্কে একটি বিশেষ অনুষ্ঠানে প্রচার করেছে । টেলিভিশনের এক খবরে বলা হয়েছে , হু চিন থাওয়ের এবার সফর হল প্রায় দশ বছর ধরে চীনের কোনো প্রেসিডেন্টের প্রথম জাপান সফর এবং নয়া চীন প্রতিষ্ঠার পর থেকে চীনের কোন প্রেসিডেন্টের দ্বিতীয় বার জাপান সফর। খবরে আরো বলা হয়, হু চিন থাও এবার পাঁচ দিন জাপান সফর করবেন। সাম্প্রতিক বছরগুলোতে চীনের উচ্চ পদস্থ নেতাদের বিদেশ সফর নজীরবিহীন ঘটনা। এতে পুরোপুরি প্রতিফলিত হচ্ছে যে হয় চীন, চীন-জাপান সম্পর্ক উন্নয়নের প্রতি অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।
দি ডেইলিই য়োমিউরিরের এক সম্পাদকীয়তে বলা হয়, চীন-জাপান শীর্ষ বৈঠকে দু'দেশের কৌশলগত পারস্পরিক কল্যাণের সম্পর্ক আরও জোরদার হবে।
৬ মে দক্ষিণ কোরিয়ার জুনগাং ডেইলি নিউস এক নিবন্ধে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের এবারের জাপান সফর চীন-জাপান সম্পর্ককে আরও নিবিড় করার সুযোগে পরিণত হয়েছে । এই সফর রাজনীতি ও অথর্নীতি সহ বিভিন্ন ক্ষেত্রে চীন-জাপান সম্পর্কের সম্পর্ক কৌশলগত পারস্পরিক কল্যাণের দিকাইকে ভোরদার করবে। এই সফরের ফলে চীন ও জাপান তথা উত্তর-পূর্ব এশিয়ার পররাষ্ট্র নীতি বদলে যাবে ।
দক্ষিণ কোরিয়ার ছোসন ইলবো প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, চীন ও জাপানের মধ্যে শান্তিপূর্ণ চুক্তি স্বাক্ষরের ৩০ তম বার্ষিকী উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট জাপান সফর করছেন। এই সফর চীন-জাপান সম্পর্কের উন্নয়ন ও দু'দেশের কৌশলগত পারস্পরিক সম্পর্কের উন্নয়নকে সার্বিকভাবে সার্বিকভাবে এগিয়ে নেওয়ার জন্য কল্যাণকর হবে ।
|