চীনের প্রেসিডেণ্ট হু চিন থাও ৬ মে থেকে ৫ দিনব্যাপী জাপান রাষ্ট্র সফর করছেন। এ সম্পর্কে দক্ষিণ কোরিয়া ও ভারতের গণমাধ্যম পৃথকভাবে নিবন্ধ প্রকাশ করে ইতিবাচক মূল্যায়ন করেছে।
দক্ষিণ কোরিয়ার"ইয়ংকাং ডেইলি নিউজে "প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, প্রেসিডেণ্ট হু চিন থাও'র জাপান সফর চীন-জাপান সম্পর্কের ক্ষেত্রে বসন্তের আলো বয়ে আনবে। এবারের সফর রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে চীন-জাপান সম্পর্ককে কৌশলগত ও স্বার্থ বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং চীন ও জাপান আর উত্তর-পূর্ব এশিয়ার কূটনৈতিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন আসবে।
দক্ষিণ কোরিয়ার "ছোসুন ইলবো"পত্রিকার এক নিবন্ধে বলা হয়েছে, চীন ও জাপানের শান্তি ও বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের ৩০তম বার্ষিকী উপলক্ষে হু চিন থাও জাপান সফর করেছেন। এটা চীন-জাপান সম্পর্কের উন্নতির জন্য অনুকূল হবে এবং চীন-জাপান কৌশলগত কূটনৈতিক সম্পর্ককে জোরদার করবে।
ভারতের এশিয়া নিউজ এজেন্সির এক নিবন্ধে বলা হয়, এবার সফর হলো ১০ বছর পর চীনের প্রেসিডেণ্টের প্রথম সফর।
৪ মে ভারতের ডেইলি স্টেটসম্যান পত্রিকার বলা হয়েছে , প্রেসিডেণ্ট হু চিন থাও'র ৫ দিন ব্যাপী জাপান সফর দু'দেশের সম্পর্ককে উন্নত করার খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ।
(ওয়াং তান হোং)
|