v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-07 16:40:48    
এশিয়া উন্নয়ন ব্যাংকের নির্বাহী পরিষদের ৪১তম বার্ষিক সম্মেলন শেষ

cri
    এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির নির্বাহী পরিষদের ৪১তম বার্ষিক সম্মেলন ৬ মার্চ স্পেনের রাজধানী মাদ্রিদে শেষ হয়েছে । 

    এডিবি'র ৬০টিও বেশি সদস্য দেশের সরকারী কর্মকর্তা এবং প্রধান প্রধান আর্থিক সংস্থার দায়িত্বশীল ব্যক্তিরা এই বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন এবং আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দামের অব্যাহত বৃদ্ধি , এশীয় উন্নয়ন ব্যাংকের কৌশলগত উন্নয়ন ও বিশ্ব অর্থনৈতিক উন্নয়নের প্রবণতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন ।

    সম্মেলনে অংশগ্রহণকারীরা সম্প্রতি আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের অব্যাহত মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন । চলতি মাসে বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট থেকে জানা গেছে , চলতি বছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের রপ্তানী গমের দাম টনপ্রতি ৬৫ মার্কিন ডলার বেড়েছে । থাইল্যান্ডের রপ্তানী চালের দাম টনপ্রতি ১৯৭ মার্কিন ডলার বেড়েছে । মাত্র এক বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে গমের দাম ১৩০ শতাংশ বেড়েছে । চাল ও ভুট্টার দাম পৃথক পৃথকভাবে ১০০ শতাংশ ও ৩৮ শতাংশ বেড়েছে । জাতিসংঘের খাদ্যশস্য পরিকল্পনা বিভাগের একজন কর্মকর্তা বলেন , খাদ্যশস্যের দামের অতি বৃদ্ধির কারণে বিশ্বে ১০ কোটিরও বেশি লোক দুর্ভিক্ষে পড়েছে । এডিবি'র সর্বশেষ হিসেব থেকে জানা গেছে , খাদ্যশস্য ও তেলের মূল্যবৃদ্ধি এবং কঠোর বিশ্ব ঋণ ব্যবস্থার কারণে ২০০৮ সালে এশীয় অঞ্চলের মুদ্রাস্ফীতির হার ৫.১ শতাংশ বেড়ে যাবে । বর্তশানে বাংলাদেশ , পাকিস্তান ও শ্রীলংকায় গুরুতর খাদ্যশস্য সংকট চলছে । কিছু কিছু অঞ্চল এ কারণে অস্থিরতা দেখা দিয়েছে ।

    এডিবি'র প্রেসিডেন্ট হারুহিকো কুরোদা সম্মেলন শুরুর আগে বলেছেন , খাদ্যশস্যের দামের অতি বৃদ্ধির ফলে বিশ্বের খাদ্য সংকট আরো অবনতি হচ্ছে । বিশ্বের দরিদ্র মানুষের তিন ভাগের দুই ভাগ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাস করে , তাই এ অঞ্চলের জন্য এই মূল্যবৃদ্ধি গুরুতর একটি আঘাত । সম্মেলনে থাইল্যান্ড সরকারের কাম্বোডিয়া , লাওস , মায়ানমার ও ভিয়েতনামসহ প্রধান চাউল উত্পাদনকারী দেশগুলোকে নিয়ে "চাল রপ্তানী সংস্থা" গঠনের প্রস্তাব বিভিন্ন পক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে । তবে হারুহিকো কুরোদা এর বিরোধিতা করেন । তিনি মনে করেন এ সংস্থা শুধু চাল আমদানীকারক দেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে তাই নয় , বরং তা চাল রপ্তানীকারক দেশের জন্যও সহায়ক হবে না । তিনি আরো জানিয়েছেন , খাদ্যের দাম বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত এডিবি'র সদস্য দেশগুলোকে ৫০ কোটি মার্কিন ডলারের আর্থিক সাহায্য দেয়া হবে । তিনি বিভিন্ন সদস্য দেশকে কৃষি উত্পাদনের দক্ষতা বাড়ানো , সহযোগিতা জোরদার করা এবং এডিবিকে জরুরী খাদ্য মজুদ গড়ে তুলতে সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছেন ।

    এবার সম্মেলনের আরেকটি প্রধান আলোচ্যবিষয় ছিল এশীয় উন্নয়ন ব্যাংকের ২০২০ সালের কৌশল । এ কৌশল অনুযায়ী , আগামী ১২ বছরে এডিবি অবকাঠানো নির্মাণ , পরিবেশ রক্ষা , আঞ্চলিক সহযোগিতা , আর্থিক উন্নয়ন ও শিক্ষাসহ বিভিন্ন খাতে আরো বেশি গুরুত্ব দেবে , যাতে সকল উন্নয়নশীল দেশের চাহিদা মেটানো যায় । এবার সম্মেলনে অংশগ্রহণকারী চীনের প্রতিনিধি , অর্থ মন্ত্রী সিয়ে সুই রেন বলেন , আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়নের অস্থিতিশীলতার প্রেক্ষাপটেও এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতির দ্রুত উন্নয়ন বজায় রয়েছে , এ অঞ্চলের ভবিষ্যত খুব উজ্জ্বল , কিন্তু উন্নয়নের পথে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে । সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন এখনো খুব কঠিন । তিনি তিনটি প্রস্তাব দিয়েছেন , প্রথমত , এশিয়া উন্নয়ন ব্যাংক বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী দীর্ঘস্থায়ী কৌশল বাস্তবায়ন করা , দ্বিতীয়ত, এশিয়া উন্নয়ন ব্যাংকের কৌশলগত কাঠামোয় প্রয়োজনীয় অর্থ ও মানব সম্পদ নিশ্চিত করা এবং তৃতীয়ত , এশিয়া উন্নয়ন ব্যাংকের উচিত সক্রিয় ব্যবস্থা নিয়ে সংস্কার করা ।

 (শুয়েই ফেইফেই)