৬ মে জেনিভায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জাতি সংঘের বেশ কয়েকটি সংস্থা ও আন্তর্জাতিক রেড ক্রসের কর্মকর্তারা মিয়ামানের দুগর্ত এলাকায় প্রাথমিক ত্রাণ সাহায্যের পরিকল্পনা ঘোষণা করেছেন ।দুর্গত এলাকা জরুরী সামগ্রী কেনার জন্য জাতি সংঘ মানবিক সমন্বয় কার্যালয় ৫০ লাখ মার্কিন ডলার প্রদানের কথা জানিয়েছে । জাতি সংঘ শরণার্থী কার্যক্রম দুর্গত এলাকায় দশ হাজার লোকের জন্য তাপু সহ বিভিন্ন ত্রাণসামগ্রী পাঠাবে ।