চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ৬ মে বলেছেন, ঘূর্ণিঝড়ে আক্রান্ত মিয়ানমারের জনগণের পুণর্বাসনের জন্য চীন সরকার মিয়ানমার ইউনাইটেড সরকারের কাছে প্রথম কিস্তিতে নগদ ৫ লাখ মার্কিন ডলার ও ৫ লাখ জরুরি ত্রানসাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিমান যোগে এ দ্রব্যসামগ্রী দ্রুত ইয়াঙ্গনে পৌঁছবে।
ছিন কাং বলেন, ২ মে মিয়ারমানের কিছু অঞ্চলে ঘূর্ণঝড়ে ব্যাপক প্রাণহানি ও বিশাল ক্ষয়ক্ষতির খবর জেনে চীন সরকার ও জনগণ খুব উদ্বিগ্ন। চীনের প্রেসিডেণ্ট হু চিন থাও, প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ও পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি পৃথকভাবে মিয়ানমারের নেতাদের কাছে পাঠানো সমাবেদনা বাণীতে মিয়ানমার সরকার ও জনগণের প্রতি গভীর ও আন্তরিক সমাবেদনা জানিয়েছেন। মিয়ানমারের জনগণ দ্রুতভাবে ঘুণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে স্বাভাবিক উত্পাদন ও জীবন-যাত্রা শুরু করতে পারবে বলে চীনা নেতারা আশা প্রকাশ করেন।
ছিন কাং আরও বলেন, মিয়ানমারে প্রবাসী চীনাদের নিয়ে চীন সরকার অতন্ত্য উদ্বিগ্ন। মিয়ানমারের চীনা দূতাবাস বর্তমানে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। দূতাবাসের সকল কর্মী নিরাপদে আছে। ক্ষতিগ্রস্ত কিছু ভবনের পুননির্মাণ কাজ চলছে। মিয়ানমারে চীনা কোম্পানীগুলোর কর্মী ও ছাত্রছাত্রীরাও নিরাপদে আছে। এখনও পর্যন্ত তাদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
ছিন কাং বলেন, মিয়ানমারে ত্রাণ কাজের ওপর চীন ঘন নজর রাখবে এবং সাহায্য করবে।
(ওয়াং তান হোং)
|