পান-বেইবু উপসাগরের অর্থনৈতিক সহযোগিতা ফোরাম--২০০৮ ৩০ ও ৩১ জুলাই দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের পেইহাই-এ অনুষ্ঠিত হবে।
৬ মে ফোরামের সাংগঠনিক কমিটির উপ-মহাসচিব ছেন রুই সিয়ান নান নিং-এ এক সংবাদ ব্রিফিং-এ বলেন, এবারের ফোরামের আলোচ্য বিষয়গুলোর মধ্যে 'কুয়াংসি বেইবু উপসাগর অর্থনৈতিক অঞ্চল উন্মুক্তকরণ ও উন্নয়ন এবং পান-বেইবু উপসাগরের অর্থনৈতিক সহযোগিতা' রয়েছে। চীনের শীর্ষ নেতা, জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তা, আসিয়ান দেশগুলোর শীর্ষ রাজনীতিকসহ, অনেক বিখ্যাত অর্থনীতিবিদ এবং বিশ্বের ৫শ' সেরা শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফোরামে অংশ নেবেন।
পান-বেইবু উপ-সাগর অঞ্চলে চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের সাগরের কাছাকাছি অঞ্চল অন্তর্ভুক্ত। ২০০৬ সালে কুয়াংসি 'পান-বেইবু উপ-সাগরের অর্থনৈতিক সহযোগিতা' প্রস্তাব উত্থাপন করে। ২০০৮ সালের প্রথম দিকে চীন সরকার 'কুয়াংসি বেইবু উপ-সাগরের অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন ব্যবস্থাপনা' অনুমোদন করে চীনের উন্নয়ন কৌশলে অন্তর্ভুক্ত করেছে।
(খোং)
|