সিনহুয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এবং প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ৫ মে মিয়ানমারের ঘূর্ণি ঝড়ে ব্যাপক হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতিতে পৃথক পৃথকভাবে মিয়ানমারের নেতাদেরকে সমবেদনা বাণী পাঠিয়েছেন।
হু চিন থাও বাণীতে মিয়ানমারের জাতীয় শান্তি ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান থান শুয়ে'কে বলেন, চীন ও মিয়ানমার মৈত্রী প্রতিবেশী। চীন মিয়ানমারের পুনর্বাসন কাজে সাহায্য করবে। তিনি বিশ্বাস করেন মিয়ানমার সরকার ও জনগণ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক উত্পাদন ও জীবন-যাপন শুরু করতে পারবে। ওয়েন চিয়া পাও মিয়ানমারের ফেডারেল সরকারের প্রধানমন্ত্রী থেইন সেইনকে মিয়ানমার সরকার ও জনগণের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
(খোং)
|