৬ মে চীনের তিব্বত তত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে জানা গেছে , তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে চীন সরকার বসতি নির্মানপ্রকল্প চালু করার ফলে ২০০৭ সালের শেষ নাগাদ ১ লাখ ১২ হাজার পরিবারের কৃষক ও পশুপালক সদস্যরানিরাপদ ও আরামদায়ক বাড়িতে উঠেছেন ।
জানা গেছে, ২০০৬ সালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে " বসতি নির্মানপ্রকল্প" শুর হয়। পরিকল্পনা অনুযায়ী, ২০০৬ সাল থেকে ২০১০ সাল পযর্ন্ত ২ লাখ ২০ হাজার পরিবারের জন্য বসতি সংস্কার করা হবে । যাতে স্বায়ত্তশাসিত অঞ্চলের ৮০ শতাংশ কৃষক ও পশুপালক নিরাপদ ও আরামদায়ক বাড়ীঘরে উঠতে পারেন ।
খবরে জানা গেছে, আবাসিক ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি " বসতি নির্মান প্রকল্পে" পানি, বিদ্যুত , বেতার সহ নানা ধরনের অবকাঠামোর উন্নয়ন কাজও অন্তর্ভূক্ত। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষক ও পশুপালকদের আয় বাড়ানোর সুযোগও দেওয়া হয়েছে ।
|