চীনের স্বাস্থ্য মন্ত্রী জেন ল্যান ৫ মে চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি হ্যানস ট্রোয়েডসনের সঙ্গে সাক্ষাত করে তাকে আনহুয়ের ইভি ৭১ ভাইরাস সম্পর্কে অবহিত করেছেন । তিনি বলেন, চীন সরকার আনহুয়ে ফুইয়াং অঞ্চলে এন্টারোভাইরাসের দিকে অত্যন্ত মনোযোগ দিচ্ছে । এই রোগকে সংক্রামক রোগ হিসেবে নির্ধারন করা হয়েছে । শিশু রোগীরা যাতে অবিলম্বে চিকিত্সা নিতে পারে সে জন্য চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিশেষজ্ঞ গ্রুপ এই অঞ্চলে পাঠিয়েছে । যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে আরোণ্য লাভের হার ক্রমেই বাড়ছে । এখন প্রতিরোধ ও চিকিত্সা ব্যবস্থা সার্বিকভাবে বাস্তবায়িত হচ্ছে । প্রতিরোধ ও চিকিত্সা কাজ সুশৃংখল ও কার্যকরভাবে এগিয়ে যাচ্ছে ।
চীন এই রোগ প্রতিরোধ ও চিকিত্সার জন্য দ্রুত ও কার্যকরপদক্ষেপ নেওয়ায় প্রতিনিধি হ্যানস ট্রোয়েদসন প্রসংশা করেন । তিনি বলেন, চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয় অব্যাহতভাবে চীনের সঙ্গে একত্র এই রোগ মোকাবেলা করবে । এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্যান্য দেশ ও অঞ্চলকে এই রোগ সম্পর্কে অবহিত করবে এবং প্রতিরোধ ও চিকিত্সার অভিজ্ঞতা ভাগাভাগি করবে ।
|