v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-05 21:01:32    
পেইচিং অলিম্পিক গেমসের মশাল বাহক এবং জাপানের টেবিল-টেনিস নামকরা অ্যাথলেট আই ফুকুহারা(ছবি)

cri
    চীনাদের কাছে আই ফুকুহারা হচ্ছে একটি সুপরিচিত নাম। ছোটবেলা থেকেই তিনি টেবিল-টেনিস পছন্দ করেন। প্রতিভাসম্পন্ন এই খেলোয়াড় সাম্প্রতিক বছরগুলোতে চীন ও জাপানের ক্রীড়াঙ্গনে সক্রীয় রয়েছেন। তিনি সাবলীল চীনা ভাষা বলতে পারেন এবং চীন-জাপান সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পেইচিং অলিম্পিক গেমসের জাপানের নাগানোয় হস্তান্তর কার্যক্রমে তিনি মশাল বাহক হিসেবে অংশ নিয়েছেন।

    জাপানের জাতীয় ক্রীড়া ও বিজ্ঞান কেন্দ্রের টেবিল-টেনিস কেন্দ্রে আই ফুকুহারা এখানে চীনা প্রশিক্ষকদের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। সম্প্রতি আই ফুকুহারা বিশ্ব নারী একক প্রতিযোগিতায় নবম স্থানে অধিকার করেন। তাঁর প্রশিক্ষক বলেন, অলিম্পিকের আগে আই ফুকুহারা প্রতিদিন ৬ থেকে ৭ ঘন্টা প্রশিক্ষণ নিয়ে থাকেন। আই ফুকুহারা বলেন, আমার ভেতর কোন উত্তেজনা নেই। কিন্তু আর তিন মাস পর অলিম্পিক গেমস হবে। সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে। আমি সময় আপচয় করতে চাই না।

    ছোটবেলা থেকেই আই ফুকুহারা চীনা প্রশিক্ষকদের নির্দেশনায় টেবিল-টেনিস চর্চা করেন। টেবিল-টেনিস এবং চীনা অ্যাথলেট প্রসঙ্গে আই ফুকুহারার অনুভূতি  কী? তিনি বলেন, এখন আমাদের জাতীয় দলে জাপানী প্রশিক্ষক রয়েছেন। কিন্তু প্রশিক্ষণ দেয়ার বিষয় হচ্ছে চীনের প্রযুক্তি। তাই বলা যায়, টেবিল-টেনিস ক্ষেত্রে চীন সবচেয়ে শক্তিশীল। চীনারা খুব স্পষ্টবাদী। আগে আমি খাপ খাওয়াতে পারতাম না। কিন্তু এখন আমি অভ্যস্ত হয়েছি। চীনারা খুব বন্ধুত্বপূর্ণ।

    টেবিল-টেনিস মাধ্যমে অনেক চীনা আই ফুকুহারাকে জানেন। তিনি চীনাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অনেকের বন্ধুত্ব লাভ করেছেন। তিনি বলেন, প্রথমে আমি চীনা ভাষা শিখতে শুরু করি। তা ছাড়া, চীনাদের কাছ থেকে টেবিল-টেনিস শিখার মাধ্যমে আমি আরো ভালোভাবে চীনা সংস্কৃতি শিখতে শুরু করি। আমি চীনা চা খুব পছন্দ করি। খুব মজা লাগে।

    চীনে জাপানের রাষ্ট্রদূত ছুই থিয়ান খাই আই ফুকুহারাকে বলেছেন, "দূত" সিহেবে আপনার দায়িত্ব আমার চেয়ে অনেক বেশি। সত্যি, বিশ্ব মেলার দূত এবং চীন-জাপান সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় দিবস-২০০৭ সালে দূতের দায়িত্ব পালনের পর থেকেই আই ফুকুহারা চীন ও জাপানের সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সক্রিয় রয়েছেন। তিনি বলেন, গত বার বিশ্ব মেলা জাপানে আয়োজনের সময় দূত হিসেবে আমি মেলায় অংশ নিয়েছিলাম। চীনের সঙ্গীত এবং এক্রোবেটিক্স আমার মনে গভীর ছাপ ফেলেছে। ফলে চীনের সংস্কৃতি সম্পর্কে আমার জানার আগ্রহ বেড়েছে। জাপান এবং চীনের অনুষ্ঠান একই মঞ্চে পরিবেশত হচ্ছিলো দেখে আমি উপলদ্ধি করি, দু'দেশের হাতে হাত মিলিয়ে সহযোগিতা করা খুব ভাল।

    ৫ বছর বয়সে আই ফুকুহারা চীনে এসেছেন। দশ বছরেরও বেশী সময়কালে তিনি চীন ও জাপানে আসা-যাওয়া করে থাকেন। চীনের পরিবর্তন প্রসঙ্গে তাঁর নিজের অনুভূতি রয়েছে। তিনি বলেন, এখন আগের চেয়ে বেশি বিশুদ্ধ ও সুন্দর হয়েছে। বায়ুও ভালো হয়েছে। তখন আমার বয়স ৫ বছর ছিল আমার মনে হয় পেইচিং-এর পরিবেশ প্রথম একটু অনালোকিত ছিল। গত বছর ডিসেম্বর মাসে আমি পেইচিং গিয়েছি। সবুজ গাছ আগের চেয়ে অনেক বেশি হয়েছে। আমি খুব অবাক হয়েছি।

    তিন মাস পর আই ফুকুহারা জাপানের ক্রীড়া প্রতিনিধি দলের একজন সদস্য হিসেবে পেইচিং অলিম্পিক গেমসে অংশ নেবেন। অলিম্পিক গেমস এবং তাঁর প্রতিযোগিতা সম্পর্কে তাঁর কী কী আকাংক্ষা আছে? তিনি বলেন, অলিম্পিক গেমস পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। কারণ আমি ছোটবেলা থেকেই চীনা প্রশিক্ষকদের নির্দেশনায় চর্চা করে যাচ্ছি। তাই আমার অলিম্পিক গেমসে অংশ নেয়ার সুযোগ রয়েছে। আশা করি, সবাই আমাকে সমর্থন করবেন। (লিলি)