এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ৩ মে দক্ষিণ ও পূর্ব চীনে জ্বালানী সাশ্রয় প্রকল্পে চীনকে ৮০ কোটি ইউয়ান ( ১১.৫ কোটি মার্কিন ডলার) ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে।
এডিবির বেসরকারী খাত পরিচালনা বিভাগের উপ মহাপরিচালক এস. চন্দর সংবাদদাতাদেরকে বলেন, এডিবি এই প্রথম চীনের এতো বিপুলায়তনের কোনো জ্বালানী সাশ্রয় প্রকল্পে অংশগ্রহণ করছে। তিনি বলেন, উন্নত শিল্পাঞ্চল কুয়াং তোং প্রদেশসহ দক্ষিণ ও পূর্ব চীনের বেশ কিছু প্রদেশে এই জ্বালানী সাশ্রয় প্রকল্প পরিচালনা করা হবে। এ প্রকল্পের প্রাথমিক পর্যায়ে রয়েছে "সবুজ " জ্বালানী সাশ্রয়ী অবকাঠামো সম্প্রসারণ করা এবং বর্তমানের অবকাঠামোগুলো সংস্কার করা। এতে ২০ থেকে ৪০ শতাংশ জ্বালানী সাশ্রয় করা যাবে বলে আশা করা হচ্ছে।
(ওয়াং তান হোং)
|