৩ মে জাপানের আসাহি শিমবুন প্রকাশিত এক টেলিফোন জরিপের ফলাফলে দেখা গেছে , অধিকাংশ জাপানী সংবিধানের নবম ধারা সংশোধনের বিরোধিতা করেন। এই ধারায় জাপানের যুদ্ধ পরিত্যাগের কথা ঘোষণা করা হয়।
৩ মে সংবিধান স্মৃতি দিবস উপলক্ষ্যে এই জরিপ চালানো হয়। সাক্ষাত্কারে৩৬০০ জনের মধ্যে ২০৮৪ জন উত্তর দিয়েছেন। সংবিধানের নবম ধারা প্রসঙ্গে ৬৬ শতাংশ মানুষ" যতটুকু সম্ভব পরিবর্তন করার" চাইতে " যতটুকু সম্ভব পনিবর্তন না করার পক্ষে মত দিয়েছে। বিপক্ষে যারা মত দিয়েছেন তার চেয়ে এই সংখ্যা ২৩ শতাংশ বেশী। বতর্মানে কার্যকর জাপানের সংবিধানের নবম ধারা অনুযায়ী, " জাপানের জনগণ আন্তরিকভাবে ন্যায়সঙ্গত ও সুশৃংখল বিশ্ব শান্তি চায় এবং চির দিনের জন্য বল প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ সমাধানের পদ্ধতি পরিত্যাগ করার পক্ষে । এই লক্ষ্য বাস্তবায়নের জন্য স্থল ,নৌ ও বিমান বাহিনী সহ অন্যান্য যুদ্ধের শক্তির অস্তিত্ব বিলুপ্ত করা হয় এবং দেশের লড়াই করার ক্ষমতার অবসান ঘটানো হয়। এ জন্য এই সংবিধানকে " শান্তির সংবিধান" হিসেবে আখ্যায়িত করা হয়।
|